Ganesh Chathurthi: বাংলায় তৈরি গণেশ পাড়ি দিচ্ছে মহারাষ্ট্রে!

Last Updated:

Ganesh Chathurthi: কুমোরটুলিতে তৈরি ছাঁচের গণেশ এই প্রথম পাড়ি দিচ্ছে মহারাষ্ট্র ও ওড়িশায়। এমন ঘটনা দক্ষিণ দিনাজপুরে প্রথম

+
গণেশ

গণেশ মূর্তি

দক্ষিণ দিনাজপুর: হাতে গোনা আর মাত্র কয়েক দিন, তারপরই গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশের বন্দনায় গোটা দেশ মেতে উঠবে। বিশেষ করে মহারাষ্ট্র, ওড়িশা, গোয়া সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে জনপ্রিয় গণপতির পুজো। ৭ সেপ্টেম্বর প্রতি ঘরে ঘরে পূজিত হবেন গণপতি বাপ্পা। এছাড়াও দক্ষিণের রাজ্যগুলিতেও বিশাল আকারে ১০ দিন ধরে গণেশ পুজো চলে, যা বিশাল উৎসবের চেহারা নেয়। সেই গণেশ পুজো উপলক্ষে বুনিয়াদপুর কুমারটুলিতে এবার হই হই কাণ্ড।
দক্ষিণ দিনাজপুরের এই কুমোরটুলিতে তৈরি ছাঁচের গণেশ এই প্রথম পাড়ি দিচ্ছে মহারাষ্ট্র ও ওড়িশায়। সেই কারণে বিগত তিন মাস ধরে চরম ব্যস্ততার মধ্যে রয়েছে বুনিয়াদপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোইল পালপাড়ার রীতা শিল্পালয়।
advertisement
তিন মাস আগে ওড়িশার কটকের সম্বল পাল বুনিয়াদপুরে এসে রীতা শিল্পালয়ে বরাত দিয়েছিলেন। বিভিন্ন সাইজের ৬০০০ গণেশ মূর্তি চেয়েছিলেন। সময় কম হওয়ায় প্রথম বার ৪০০০ বিভিন্ন সাইজের গণেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাজে নেমে পড়েন সংস্থার কর্ণধার তাপস পাল। এই প্রথম তাঁদের তৈরি ছাঁচের গণেশ যাবে ওড়িশা ও দক্ষিণ ভারতের বাজারে। জানা গেছে, তাপস পালকে সহযোগিতা করছেন তাঁর মতন নিপুণ কিছু দক্ষ শিল্পীরা।
advertisement
রীতা শিল্পালয়ের কর্ণধার তাপস পাল জানিয়েছেন, দক্ষিণ ভারত থেকে এবার প্রথম বরাত পেয়ে খুশি হয়েছেন। বুনিয়াদপুরের মত ছোট্ট একটা জায়গা থেকে এই মূর্তিগুলো গণেশ চতুর্থী উপলক্ষে এতটা দূরে যাচ্ছে। এই মাটির মূর্তি তৈরি করতে লেবার, মাটি, রঙের জন্য প্রচুর টাকা লাগে। তবে, সরকারি দিক থেকে আর্থিক সাহায্য পেলে আগামী বছরে আগে থেকে আরও বেশি করে গণেশ বানিয়ে মহারাষ্ট্রে পাঠাতে পারবেন এবং এতে এলাকার দক্ষ শিল্পীদের কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ করা যাবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ganesh Chathurthi: বাংলায় তৈরি গণেশ পাড়ি দিচ্ছে মহারাষ্ট্রে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement