#আরামবাগ: আজ গাজন। এদিন আরামবাগের মইগ্রামের গাজন পালন করা হয় একটু অন্যরকমভাবে। সারারাত পূজোপাঠের পর সকালে হয় ভক্তদের গ্রাম পরিক্রমা। তবে এই গাজনের অন্যতম আকর্ষণ বানফোঁড়া । কেউ তীর, আবার কেউ লোহার রড, আবার কেউ গোলাপ ফুল শরীরের বিভিন্ন অংশে ফুঁড়ে গ্রাম পরিক্রমা করেন । মাঝে বাজনার তালে তালে নাচ। শুধু বয়স্করা নয়, ছোটদের কাউকে দেখা যায় বানফোঁড়ায় অংশ নিতে। কেউ মানত পূরণে আর কেউ ঠাকুরের টানে অংশ নেন এই গাজন উৎসবে। আরামবাগের মইগ্রামে এই নিয়মরীতি পালন হয়ে আসছে বছরের পর বছর। তাই এই দিন গাজন তলায় ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arambagh, Charok, Gajan, Gajan utsav, Poila Boisakh 2019, PoilaBoisakh Rural Bengal