তীর, লোহার রড আর গোলাপ ফুল শরীরে বিঁধে আজ গ্রাম পরিক্রমার দিন আরামবাগের মইগ্রামে
Last Updated:
#আরামবাগ: আজ গাজন। এদিন আরামবাগের মইগ্রামের গাজন পালন করা হয় একটু অন্যরকমভাবে। সারারাত পূজোপাঠের পর সকালে হয় ভক্তদের গ্রাম পরিক্রমা। তবে এই গাজনের অন্যতম আকর্ষণ বানফোঁড়া । কেউ তীর, আবার কেউ লোহার রড, আবার কেউ গোলাপ ফুল শরীরের বিভিন্ন অংশে ফুঁড়ে গ্রাম পরিক্রমা করেন । মাঝে বাজনার তালে তালে নাচ। শুধু বয়স্করা নয়, ছোটদের কাউকে দেখা যায় বানফোঁড়ায় অংশ নিতে। কেউ মানত পূরণে আর কেউ ঠাকুরের টানে অংশ নেন এই গাজন উৎসবে। আরামবাগের মইগ্রামে এই নিয়মরীতি পালন হয়ে আসছে বছরের পর বছর। তাই এই দিন গাজন তলায় ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 14, 2019 4:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তীর, লোহার রড আর গোলাপ ফুল শরীরে বিঁধে আজ গ্রাম পরিক্রমার দিন আরামবাগের মইগ্রামে









