Furfura Sharif: ফিরহাদ হাকিমকে সরিয়ে ফুরফুরা শরিফ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বদল নিয়ে জোর চর্চা
- Written by:VENKATESHWAR LAHIRI
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বাংলার রাজনীতিতে বরাবরই ফুরফুরা শরিফের একটা বড় ভূমিকা রয়েছে। এবার সেই শরিফের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আচমকা বদল করা হল।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ফুরফুরা শরিফ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বদল নিয়ে তরজা শুরু। চেয়ারম্যানের পদ থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সরিয়ে বিধায়ক তপন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়ার পর বিজেপি শিবির বলছে, ‘‘ওদের এটা পারিবারিক ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রী আগে বলুন, যেখানে ত্বহা সিদ্দিকি প্রকাশ্যে বলছেন, হিন্দুদের বিরুদ্ধে সমস্ত মুসলমান ভাইবোনেদের এক হতে হবে। সেই বক্তব্যের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিলেন না উনি? সেই জবাব আমরা চাই।’’
পদ্ম শিবিরের এরাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘‘একদিকে মহম্মদ সেলিমের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ মৌলবাদী তৈরি করেছেন, আর অন্যদিকে তৃণমূল দল তাতে ধোঁয়া দিচ্ছে।’’ ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদ তথা এফএসডিএর নতুন কমিটির মাথায় আর থাকলেন না রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ নতুন দায়িত্ব দেওয়া হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আদি সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে। দীর্ঘদিন ধরে হুগলি জেলার সংগঠন সামলেছেন তিনি ৷ রাজনীতিতে বেশ পরিচিত মুখ। সেই সুবাদেই তিনি তাঁর পরিচিত বৃত্তে দায়িত্ব পেলেন বলে অনেকে মনে করছেন।
advertisement
advertisement
প্রথম যখন এই উন্নয়ন পর্ষদ তৈরি হয়, তখন ফিরহাদ হাকিম ছিলেন চেয়ারম্যান। এই উন্নয়ন পর্ষদ রাজ্যের নগরায়ণ দফতরের অধীনে। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। অস্থায়ীভাবে ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন হুগলির জেলাশাসক। আগে ফুরফুরার সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে সমন্বয় রাখতেন মুকুল রায়। মুকুল রায় শিবির বদলানোর সঙ্গে সঙ্গেই ফুরফুরার পীরজাদাদের সমীকরণেও বদল এসেছে। আব্বাস সিদ্দিকি রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হয়েছেন, আইএসএফ বলে রাজনৈতিক দল তৈরি হয়েছে, নওশাদ সিদ্দিকির বিধায়ক হওয়ার মতো ঘটনা ঘটেছে। এরই মধ্যে নওশাদ সিদ্দিকির গ্রেফতার হওয়া আর তাঁকে ঘিরে রাজনৈতিক আবর্ত যেভাবে রচিত হয়েছে তা নিয়ে নানা চর্চা শুরু হয়েছে।
advertisement
এই অবস্থায় তপন দাশগুপ্তর দায়িত্ব পাওয়া গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন, ২০২১-এর বিধানসভা ভোটের পরে আর নতুন করে দায়িত্বে তিনি ছিলেন না ৷ জেলাশাসক সামলাতেন। অন্যদিকে তপন দাশগুপ্ত জানিয়েছেন, আজ, বুধবার তিনি ফুরফুরা শরিফ যাবেন৷ কথা বলবেন পীরজাদাদের সঙ্গে৷ সামগ্রিক পরিস্থিতিতে ফিরহাদকে ফের ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান না করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির বিশ্লেষকদের একাংশ। বাংলার রাজনীতিতে বরাবরই ফুরফুরা শরিফের একটা বড় ভূমিকা রয়েছে। এবার সেই শরিফের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আচমকা বদল করা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2023 9:05 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Furfura Sharif: ফিরহাদ হাকিমকে সরিয়ে ফুরফুরা শরিফ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বদল নিয়ে জোর চর্চা










