অনুপম খেরের প্রথম স্ত্রী-ও এক জন দুর্দান্ত অভিনেত্রী! দেখা গিয়েছে ব্রহ্মাস্ত্র-য়! জানেন কি তাঁর পরিচয়?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Anupam Kher's first wife Madhumalti Kapoor: বলশালী এবং সাবলীল অভিনয় দক্ষতার জোরে রুপোলি জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন অনুপম খের। অভিনেত্রী কিরণ খেরের সঙ্গে তাঁর জুটিও ভক্তদের বেজায় পছন্দ। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, কিরণ খের তাঁর দ্বিতীয় স্ত্রী! আজ অনুপম খেরের জীবনের সেই অজানা গল্পই শুনে নেওয়া যাক।
advertisement
advertisement
আসলে দু’জনেই পড়তেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি)-য়। সেখান থেকেই তৈরি হয় তাঁদের প্রেমের সম্পর্ক। এনএসডি থেকে পাশ করে বেরিয়ে তাঁরা দু’জনেই বিয়ের জন্য নিজেদের পরিবারের সদস্যদের রাজি করিয়েছিলেন। এর পর ১৯৭৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই দু’জনের পথ আলাদা হয়ে যায়। তবে কারওরই জীবন থেমে থাকেনি। আপন ছন্দে এগিয়েছেন দু’জনই।
advertisement
advertisement
প্রসঙ্গত, মধুমালতী কাপুরও এক জন প্রতিভাবান অভিনেত্রী। বহু ছবিতেই অভিনয় করেছেন তিনি। ‘সোনু কি টিটু কি সুইটি’, ‘গদর: এক প্রেম কথা’-র মতো ছবিতে অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তাঁকে শেষ বার দেখা গিয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এ। এখানেই শেষ নয়, বলিউডের বেশ কিছু প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। বলা যায়, বলিউডি ছবির দুনিয়ায় বেশ সক্রিয়ই মধুমালতী কাপুর।
advertisement