Bankura News: ফুচকা খাওয়া থেকে বালতিতে বল ছোড়া, ইশারায় গান,সিনেমা—খাতড়ার খাদ্য মেলায় জমজমাট ‘আমি দিদি নাম্বার ওয়ান’
- Reported by:Nilanjan Banerjee
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
খাতড়ার খাদ্য মেলায় ‘আমি দিদি নাম্বার ওয়ান’ খেলায় ফুচকা খাওয়া, বালতিতে বল ছোড়া ও ইশারায় গান–সিনেমা চেনার মত মজাদার প্রতিযোগিতায় মাতলেন প্রতিযোগীরা।
বাঁকুড়া: ফুচকা খাওয়ার গতিতে কে সেরা, বালতিতে নিখুঁতভাবে বল ফেলতে কার হাত সবচেয়ে পাকা, আর ইশারার আড়ালে লুকিয়ে থাকা গানের লাইন বা সিনেমার নাম কে আগে ধরতে পারে—এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই যেন মুখর হয়ে উঠেছিল খাতড়ার খাদ্য মেলার মঞ্চ। একের পর এক মজাদার খেলায় ভরে ওঠা আমি দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতায় শুরু থেকেই জমে যায় টানটান উত্তেজনা। দর্শকদের করতালি, হাসি আর উল্লাসে মঞ্চ চত্বর রীতিমতো উৎসবমুখর হয়ে ওঠে।
খেলায় অংশ নেন মোট আট জন প্রতিযোগী। তাঁদের জন্য আয়োজকেরা রেখেছিলেন একাধিক আকর্ষণীয় খেলা। প্রথমেই ছিল ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। অল্প সময়ের মধ্যে কে কত দ্রুত ফুচকা শেষ করতে পারেন, তা নিয়েই শুরু হয় মজার লড়াই। প্রতিযোগীদের তৎপরতা আর নানা রকম অভিব্যক্তি দেখে দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। এরপর শুরু হয় বালতিতে বল ছোড়ার খেলা। দেখতে সহজ হলেও নির্দিষ্ট দূরত্ব থেকে বল লক্ষ্যভেদ করা মোটেও সহজ কাজ নয়। একের পর এক বল বালতির বাইরে পড়তেই দর্শকদের উচ্ছ্বাস আর চিৎকারে মঞ্চ আরও সরগরম হয়ে ওঠে। সফল শট পড়লেই করতালিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা।
advertisement
খেলার আরেকটি গুরুত্বপূর্ণ ও বুদ্ধিদীপ্ত পর্ব ছিল ইশারা দেখে গানের লাইন বা সিনেমার নাম বলা। এই খেলায় প্রতিযোগীদের স্মৃতিশক্তি ও উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেওয়া হয়। ইশারার অর্থ বুঝে সঠিক উত্তর দিতে গিয়ে কখনও কেউ হোঁচট খেয়েছেন, কখনও আবার ঝরঝরে উত্তরে কুড়িয়েছেন বাহবা। আয়োজকদের দাবি, এমন ধরনের মঞ্চভিত্তিক খেলাধুলা খাদ্য মেলার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। শুধুমাত্র খাবারের স্বাদ নয়, বিনোদনের স্বাদ পেতেই ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে আসা দর্শকদের কাছে এই খেলাগুলি বাড়তি আকর্ষণ হয়ে ওঠে।
advertisement
advertisement
সব মিলিয়ে খাতড়ার খাদ্য মেলায় আমি দিদি নাম্বার ওয়ান খেলা ছিল দর্শকদের কাছে এক সম্পূর্ণ প্যাকেজ—হাসি, উত্তেজনা আর আনন্দের। উপচে পড়া ভিড় আর দর্শকদের উল্লাসেই স্পষ্ট, এই মঞ্চই হয়ে উঠেছিল মেলার অন্যতম প্রাণকেন্দ্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 11:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: ফুচকা খাওয়া থেকে বালতিতে বল ছোড়া, ইশারায় গান,সিনেমা—খাতড়ার খাদ্য মেলায় জমজমাট ‘আমি দিদি নাম্বার ওয়ান’









