Chocolate Fuchka:ফুচকাই 'লক্ষ্মী'! চকলেট, গন্ধরাজ ঘরে আনছে ৫০ হাজার টাকা! উপচে পড়ছে ক্রেতার ভিড়, দেখুন অনিমার গল্প

Last Updated:

Fuchka: তেঁতুল জলের ফুচকার সঙ্গে সাড়া ফেলে দিয়েছে গন্ধরাজ ও চকলেট ফুচকা। এবং যা চকলেট প্রেমীদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে। তবে ৬০ টাকা প্রতি প্লেট হিসেবে বিক্রি করে মাসে প্রায় ৫০হাজার টাকা অর্থ উপার্জন করছে ফুচকা বিক্রেতা অনিমা হালদার।

+
চকলেট

চকলেট ফুচকা 

মুর্শিদাবাদ: কোথাও ফুচকা, কোথাও গোলগাপ্পা তো কোথাও পানিপুরি। নাম যাই হোক না কেন, গোটা ভারত জুড়ে একচ্ছত্র আধিপত্য চালায় এই বিশেষ মশলাদার খাবারটি। শুধু নাম শুনলেই জিভের তলায় বাসনা জেগে ওঠে না, এমন মানুষ হাতে গুণে বের করতে হয়, ভারতের যে কোনও প্রদেশে। এই ফুচকার নানা রকম প্রভেদও মানুষ আবিষ্কার করে ফেলেছে। শুধু তেঁতুল জলে এখন আর ক্রেতার মন ভরে না। তাই বাজারে এসেছে চকলেট ফুচকা। যা কিনতে বহরমপুরে ভিড় জমছে।
আরও পড়ুন- থ্যাবড়া না লম্বা? আঙুলের নখই বলে দেবে আপনি ‘কেমন’ মানুষ! মিলিয়ে নিন ব্যক্তিত্বের ধরন
যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে এসেছে ফুচকার রকমারি ভেদ। ফুচকা এমন একটি সুস্বাদু, মুচমুচে খাবার, যার নাম শুনলেই জিভে জল আসে। নানা প্রান্তে নানা নামে বেশ জনপ্রিয় এই পদটি। কোথাও গোলগাপ্পা, তো কোথাও পানিপুরি বা গুপচুপ নামে বিখ্যাত এই মুচমুচে টক-ঝাল-নোনতা স্ন্যাক্স। তবে এবার বাজার কাঁপাচ্ছে চকলেট ফুচকা। তেতুল জলের ফুচকার সঙ্গে সাড়া ফেলে দিয়েছে গন্ধরাজ ও চকলেট ফুচকা। এবং যা চকলেট প্রেমীদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে। তবে ৬০ টাকা প্রতি প্লেট হিসেবে বিক্রি করে মাসে প্রায় ৫০হাজার টাকা অর্থ উপার্জন করছে ফুচকা বিক্রেতা অনিমা হালদার।
advertisement
আরও পড়ুন- বছরের শুরুতেই ‘বড়’ চমক দিঘায়! গোয়া ভুলে যাবেন, সবাই পিলপিল করে ভিড় করবেন এখানেই, কেন জানেন?
বহরমপুর নিবাসী অনিমা হালদার নিজে স্বর্নিভরতার পথ বেছে নিয়ে অভিনব চিন্তা ভাবনা নিয়ে সাধারণ ফুচকা থেকে গন্ধরাজ, চিকেন ও চকলেট ফুচকার ষ্টল খুলেছিলেন। বর্তমানে চকলেট সকলের পছন্দ। তাই চকলেট কে মুখরোচক করে ফুচকা আকারে তৈরি করে বিক্রি করা হচ্ছে। যা খাচ্ছেন ফুচকা প্রেমিরা। মুলত গন্ধরাজ পাতা দিয়েই তৈরি করা হয় এই গন্ধরাজ ফুচকা।
advertisement
advertisement
তবে ফুচকা, পানিপুর, গোলগাপ্পা- নাম শুনেই জিভে জল চলে এল তো? সেই সঙ্গে নাকে এল তেঁতুল জলের গন্ধ। কোথাও বা পুদিনা মেশানো একটু অন্যরকম স্বাদ জলের। আর তার সঙ্গে টক-ঝাল স্বাদের কথা মনে করেই মন ভাল হয়ে যায় সকলের। ফুচকা খেতে ভালবাসেন না এমন লোক নেহাতই হাতেগোনা। হালফিলে অনেক ধরনের ফুচকাই পাওয়া যায়। চাটনি ফুচকা, দই ফুচকা, মিষ্টি জল দিয়ে ফুচকা, ঘুগনি দিয়ে ফুচকা। তবে ফুচকা প্রেমীদের কাছে কিন্তু বাজার কাঁপাচ্ছে এই চকলেট ফুচকা ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chocolate Fuchka:ফুচকাই 'লক্ষ্মী'! চকলেট, গন্ধরাজ ঘরে আনছে ৫০ হাজার টাকা! উপচে পড়ছে ক্রেতার ভিড়, দেখুন অনিমার গল্প
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement