Bankura News: পরিচয় দিয়েছিল ডাক্তার, বর আসলে দুধ বিক্রেতা... ছাদনাতলাতেই হল কেলেঙ্কারি 

Last Updated:

শেষ পর্যন্ত ছাদনা তলায় এসেও নিজেকে এসএসকেএমের ডাক্তার পরিচয় দেওয়া বর বিয়ে করতে পারল না প্রেমিকাকে। বরযাত্রীর লোকেদের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্র জানতে পেরে শেষমেষ সিঁদুর দানের আগেই আটকে যায় বিয়ে।

+
ভুয়ো

ভুয়ো ডাক্তার বর 

বাঁকুড়া: বিয়ে করতে এসে বর শ্রীঘরে। ভুয়ো ডাক্তার সেজে বিয়ে করতে এসে হাতেনাতে ধরা পড়ল বর।  অভিযোগের ভিত্তিতে বর বেশে বিয়ে করতে এসে একদম সটান শ্রীঘরে। এমনই তাজ্জব ঘটনা ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঁকাটি গ্রামে। রীতিমতো  সোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সূত্রের খবর গত তিন বছর ধরে নিজেকে এসএসকেএমের এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে এক নার্সিং পড়ুয়াকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার চেষ্টায় ছিল ডাক্তার ছদ্মবেশী বর।
শেষ পর্যন্ত ছাদনা তলায় এসেও নিজেকে এসএসকেএমের ডাক্তার পরিচয় দেওয়া বর বিয়ে করতে পারল না প্রেমিকাকে। বরযাত্রীর লোকেদের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্র জানতে পেরে শেষমেষ সিঁদুর দানের আগেই আটকে যায় বিয়ে।
বাপী চাঁদপারি আসলে পেশায় দুধ বিক্রেতা। বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে। পুলিশ সূত্রে খবর গত তিন বছর আগে সুপ্রিয়া পালের সঙ্গে পরিচয় হয় তাঁর। ফেসবুক থেকে প্রেম, তারপরে দেখাশোনা করে বিয়ের পিঁড়িতে।
advertisement
advertisement
বিয়ের পিঁড়িতে বসতে গিয়ে বরযাত্রীর কথায় ভুয়ো ডাক্তারের পরিচয় পেয়ে কনের পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গেই বিয়ে বন্ধ করে দেন। আটক করা হয় বরযাত্রীদের। খবর দেওয়া হয় জয়পুর থানায়। জয়পুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে বরকে। ওই দুধ বিক্রেতা ডাক্তার নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: পরিচয় দিয়েছিল ডাক্তার, বর আসলে দুধ বিক্রেতা... ছাদনাতলাতেই হল কেলেঙ্কারি 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement