Poila Baishakh Fish: দামি দামি মাছ দেদার লুট...পয়লা বৈশাখের আগে চুরি কেজি কেজি ইলিশ-পাবদা! অবিশ্বাস্য ঘটনা ঘটল কোথায়?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Poila Baishakh Fish: পয়লা বৈশাখের আগেই বাজারে মজুত রাখা ইলিশ পাবদা-সহ দামি দামি মাছ চুরির অভিযোগ। নদিয়ার রাণাঘাটের আনুলিয়ায় জগপুর রোডের স্টেট ব্যাংক সংলগ্ন বাজারে শুক্রবার গভীর রাতে ব্যবসায়ীদের মজুদ করে রাখা কয়েক লক্ষ টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
নদিয়া: পয়লা বৈশাখের আগেই বাজারে মজুত রাখা ইলিশ পাবদা-সহ দামি দামি মাছ চুরির অভিযোগ। নদিয়ার রাণাঘাটের আনুলিয়ায় জগপুর রোডের স্টেট ব্যাংক সংলগ্ন বাজারে শুক্রবার গভীর রাতে ব্যবসায়ীদের মজুদ করে রাখা কয়েক লক্ষ টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
শনিবার ভোরবেলা বাজার খুলতেই বিষয়টি নজরে আসে ব্যবসায়ীদের। ঘটনাস্থলে আসে রাণাঘাট থানার পুলিশ, রাণাঘাট পুরসভার চেয়ারম্যান ও স্থানীয় আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান।
advertisement
নববর্ষ উপলক্ষে ব্যবসায়ীরা দামি মাছ বাজারে মজুদ করে রেখেছিলেন বলে জানা গিয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষতি হওয়ায় কার্যত মাথায় হাত পড়েছে মাছ ব্যবসায়ীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুলিয়া মাছ বাজারে প্রায় ৬০ জন মাছ ব্যবসায়ী বসেন। কমবেশি প্রত্যেককেই নববর্ষ উপলক্ষে শুক্রবার রাতে ইলিশ, পাবদা, বোয়াল-সহ বিভিন্ন দামি মাছ মজুদ করে রেখেছিলেন বাজারে।
advertisement
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে সিসিটিভি ক্যামেরা এবং রাতে নিরাপত্তারক্ষী না থাকার সুযোগে দুষ্কৃতীরা এসে সমস্ত মাছ লুট করে নিয়ে যায়। তবে চুরি যাওয়া বিভিন্ন মাছের মধ্যে বেশির ভাগই ইলিশ বলে জানা গিয়েছে। সবমিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, তা এখনও জানা যায়নি। পুরসভার চেয়ারম্যান এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে বাজারে সিসিটিভি ক্যামেরা বসানোর আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাণাঘাট থানার দ্বারস্থ হয়েছে মাছ ব্যবসায়ীরা।
advertisement
Ranjit Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2024 12:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poila Baishakh Fish: দামি দামি মাছ দেদার লুট...পয়লা বৈশাখের আগে চুরি কেজি কেজি ইলিশ-পাবদা! অবিশ্বাস্য ঘটনা ঘটল কোথায়?