Knee Replacement Surgery: সরকারি হাসপাতালে বিনামূল্যে হাঁটু প্রতিস্থাপন! ১২ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন বৃদ্ধা, খুশি বিষ্ণুপুরের পরিবার
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Knee Replacement Surgery: হাসপাতালের সুপার জানান, এই নিয়ে ৬ বার এই অপারেশন হয়েছে। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, যারা এখনও ভাবেন সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, আপনারাও আসুন, আপনাদের পরিষেবা দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করব।
বিষ্ণুপুর, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে হাঁটু প্রতিস্থাপন হল। ১২ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন বৃদ্ধা। সরকারি হাসপাতালে নাকি চিকিৎসা হয় না! মাঝেমধ্যেই শোনা যায় এমন অভিযোগ। তবে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দেখা গেল অন্য ছবি। বাঁকুড়ার বিষ্ণুপুরের এই ঘটনা সরকারি হাসপাতালগুলির উপর সাধারণ মানুষের বিশ্বাস বাড়াতে পারে।
এই প্রথমবার নয়, এই নিয়ে ৬ বার সাফল্যের সঙ্গে হাঁটু প্রতিস্থাপন করল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। বিষ্ণুপুর ১৬ নম্বর ওয়ার্ডের তুতবাড়ির বাসিন্দা উর্মিলা দে দীর্ঘদিন ধরেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করিয়েছেন। কিন্তু আর্থিক অবস্থার কারণে অপারেশন করাতে পারেননি। অবশেষে কয়েকদিন আগে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে চিকিৎসক সমীর জানাকে দেখান। তিনি বলেন, হাঁটুর অপারেশন করতে হবে। এরপর CMOH ও হসপিটাল সুপারের সঙ্গে কথা বলে সমস্ত ব্যবস্থা করেন ডাক্তার।
advertisement
আরও পড়ুনঃ বর্ধমানের স্কুল পড়ুয়াদের কাছে দারুণ সুযোগ! কন্যাশ্রীর ছাত্রীরা খতিয়ে দেখলেন পুলিশ-প্রশাসনের কাজ, জানতে পারলেন অনেক কিছু
সফলভাবে হাঁটু প্রতিস্থাপনের পর দীর্ঘ ১২ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন উর্মিলা দে। রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বহু জায়গায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু টাকার অভাবে অপারেশন করাতে পারেননি। অবশেষে বিনা পয়সায় বিষ্ণুপুরের হাসপাতালে এই অপারেশন হওয়ায় তাঁরা ভীষণ খুশি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতালের সুপার জানান, এই নিয়ে ৬ বার এই অপারেশন হয়েছে। তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, যারা এখনও ভাবেন সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, আপনারাও আসুন, আপনাদের পরিষেবা দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করব। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই হাঁটু প্রতিস্থাপন যেন প্রমাণ করল, সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা ব্যবস্থা এখনও যথেষ্ট সচল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
November 12, 2025 3:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Knee Replacement Surgery: সরকারি হাসপাতালে বিনামূল্যে হাঁটু প্রতিস্থাপন! ১২ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন বৃদ্ধা, খুশি বিষ্ণুপুরের পরিবার

