Free Food: শুধু ভাত-ডাল দিয়ে দায়সারা নয়, পোস্ত -পটলভাজা- মাছ সবই থাকবে পাতে, ফ্রিতে লাঞ্চ-ডিনার, তৃণমূল বিধায়কের নতুন প্রচেষ্টা
- Published by:Debalina Datta
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Free Food: ভাত, ডাল, আলুপোস্ত,পটলভাজা, মাছ,চাটনি! বাড়িতে বসেই দু'বেলা Free-তে মিলছে খাবার,কোথায়?
পূর্ব বর্ধমান: বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমিষ, নিরামিষ রান্না করা খাবার। ভাত, ডাল, আলুভাজা,পটলভাজা, মাছ,চাটনি। দুটি গাড়িতে তা পৌঁছে দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে। শনিবার থেকে এই প্রকল্প চালু করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। আর্থিক ও শারীরিক দিক দিয়ে অক্ষম বাসিন্দাদের দু’বেলা খাবার নিশ্চিত করতেই তার এই উদ্যোগ।
প্রবীণ,দু:স্থ, আর্থিক এবং শারীরিকভাবে দুর্বল নাগরিকদের বিনামূল্যে দুপুর ও রাতের খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।

advertisement
তৃণমূল বিধায়ক দেবেন ফ্রিতে খাবার
শনিবার দুপুরে বর্ধমানের কাঞ্চননগরে অন্নজ্যোতি প্রকল্প নামে এই উদ্যোগের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ। এরপর বিধায়ক বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেন।
advertisement
বিধায়ক খোকন দাস বলেন, সকলের সাহায্য নিয়ে এই উদ্যোগ শুরু হয়েছে। পয়লা নভেম্বর ৬২ জনের খাবারের ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্পের সুচনা হলো। পরে আরও খোঁজখবর নিয়ে দেখা হবে। এই খাবার পৌঁছে দেবার জন্য দুটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে তিনদিন আমিষ ও চার দিন নিরামিষ খাবার থাকবে।
advertisement
বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে গাড়ির মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। এই সংখ্যাটা পরবর্তীতে আরো বাড়বে বলে জানান বিধায়ক খোকন দাস। কোন কোন বাসিন্দা খাবার পেতে অসুবিধার মধ্যে রয়েছেন সে ব্যাপারে প্রথমে খোঁজ খবর নেওয়া হয়। এরপর তালিকা তৈরি করে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সত্যিই তিনি সমস্যার মধ্যে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হয়। এরপর শনিবার থেকে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া শুরু হল।
advertisement
বিধায়ক খোকন দাস বলেন, কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী মন্দিরে দশ টাকার কুপনে মধ্যাহ্ন আহার খাওয়ানো হয়। রাতেও এখানে পাঁচ টাকার বিনিময়ে খাবার মেলে। শতাধিক দরিদ্র ব্যক্তি সেখানে বিনামূল্যে নিয়মিত খাবার খান। এরপর আমরা উপলব্ধি করলাম, আর্থিক সম্বল থাকলেও অনেক বৃদ্ধ বৃদ্ধা হয়তো শারীরিক কারণে রান্না করতে পারছেন না। তাঁদের দেখভাল করার কেউ নেই। দরিদ্র বাসিন্দাদের পাশাপাশি তাঁদের কাছেও দুবেলা খাবার পৌঁছে দিচ্ছি আমরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2025 4:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Free Food: শুধু ভাত-ডাল দিয়ে দায়সারা নয়, পোস্ত -পটলভাজা- মাছ সবই থাকবে পাতে, ফ্রিতে লাঞ্চ-ডিনার, তৃণমূল বিধায়কের নতুন প্রচেষ্টা

