Hooghly news: গৃহহীন ভবঘুরেদের জন্য বাসস্থান! খাওয়া দাওয়া ও চিকিৎসার ব্যবস্থাও করেছে উত্তরপাড়া পৌরসভা

Last Updated:

রাজ্য সরকারের আরবান ডিপার্টমেন্ট,উত্তরপাড়া কোতরং পুরসভা ও আস্থা যাদবপুর এর উদ্যোগে এবার ভবঘুরে গৃহহীন মানুষরা পাচ্ছে বিনামূল্যে মাথার উপর ছাদ ও খাওয়া দাওয়া সহ চিকিৎসার সম্পূর্ণ সুবিধা।

+
গৃহহীন

গৃহহীন মানুষরা থাকছেন এই ভবনে

হুগলি: রাজ্য সরকারের আরবান ডিপার্টমেন্ট,উত্তরপাড়া কোতরং পুরসভা ও আস্থা যাদবপুর এর উদ্যোগে এবার ভবঘুরে গৃহহীন মানুষরা পাচ্ছে বিনামূল্যে মাথার উপর ছাদ ও খাওয়া দাওয়া সহ চিকিৎসার সম্পূর্ণ সুবিধা। কোতরং এলাকায় জিটি রোডের উপর গড়ে উঠেছে চারতলা এক আবাসন। এখানেই থাকা খাওয়া থেকে সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ভবঘুরে গৃহহীন মানুষদের। ভবঘুরে ভবনে নারী পুরুষ মিলিয়ে প্রায় পঞ্চাশ জন মানুষ বিনামূল্যে থাকতে পারবেন এখানে।
শুধু উত্তরপাড়া শহর এলাকারই নয় আশেপাশের শহরের যে সমস্ত থাকা খাওয়ায় কোনো ব্যবস্থা নেই তাদের জন্যই এই ব্যবস্থা করেছে রাজ্য সরকার ও উত্তরপাড়া পুরসভা। ইতিমধ্যেই উত্তরপাড়া শহরের রাস্তায় রাত কাটানো মানুষ বা হিন্দমোটর রেল স্টেশনে রাত কাটানো আট জন মানুষ থাকতে শুরু করেছে এই আবাসনে।এই বিষয়ে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন,রাজ্য সরকারের আরবান বিভাগ সঙ্গেউত্তরপাড়া পুরসভা ও যাদবপুর এর এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে।এটা করতে পেরে খুবই আনন্দিত লাগছে।
advertisement
advertisement
বহু ভবঘুরে মানুষ না খেয়ে বিনা চিকিৎসায় রাস্তায় বা বিভিন্ন রেল স্টেশনে রাত কাটায় এটা খুবই কষ্টের তাদের কাছে।তাই তাদের কষ্ট নিবারণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে উত্তরপাড়া এলাকার এক বাসিন্দা বলেন,আমরা কাজে কর্মে যাওয়ার সময় প্রায় দেখতে পাই রাস্তায় বা স্টেশনে বহু মানুষ অনাহারে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে।কিন্তু কারো একার পক্ষে এইসব মানুষদের জন্য কিছু করে ওঠা সম্ভব না।কিন্তু এখন রাজ্য সরকার ও উত্তরপাড়া পুরসভা এইসব মানুষদের কথা ভেবে যে এরকম একটা ব্যবস্থা করেছে এটা সত্যি খুবই মানবিক উদ্যোগ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: গৃহহীন ভবঘুরেদের জন্য বাসস্থান! খাওয়া দাওয়া ও চিকিৎসার ব্যবস্থাও করেছে উত্তরপাড়া পৌরসভা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement