পুলিশ পরিচয় দিয়ে লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

Last Updated:
#নদীয়া: নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বহুদিন ধরে কম দামে চাল, আটা পাইয়ে দেওয়ার প্রতারণা চক্র ফেঁদে বসেছিল দুই প্রতারক ৷ নদীয়া জেলার গাঙনাপুর থানা এলাকা থেকে অপূর্ব গোস্বামী (৪৬) ও ধানতলা থানা এলাকা থেকে রঞ্জিত দাস (৪৪)-কে গ্রেফতার করল পুলিশ ৷ পুলিশ পরিচয় দিয়ে থানার আটক করা চাল, আটা ইত্যাদি দ্রব্য কম দামে দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার দায়ে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ৷ প্রতারণার অভিযোগ পেয়ে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি বনগাঁ পাইকপাড়া এলাকার কামালউদ্দিন গাজী নামে এক ব্যক্তিকে আটক হওয়া মাল নেওয়ার জন্য ডেকে পাঠায় ৷ প্রথমে একজন প্রতারক রানাঘাট কোর্ট এলাকায় কামালউদ্দিনকে নিয়ে যায় ৷ এরপর আর একজন প্রতারক এসে নিজেকে থানার মেজবাবু পরিচয় দিয়ে এক লক্ষ টাকা নেয় তাঁর থেকে ৷ টাকা হাতে পেতেই তারা আটক মালপত্র গাড়িতে লোড করে পৌঁছে দেওয়ার নাম করে চলে যায় ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
কামালউদ্দিনের অভিযোগ, এরপর থেকেই তাদের আর কোনও পাত্তা পাওয়া যায়নি ৷ এমনকি তারা ফোনও বন্ধ করে দেয় ৷ গত ১০ই এপ্রিল ওই ঘটনার কথা জানিয়ে কামালউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করে ৷ অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বনগাঁ থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ হেফাজত চেয়ে এদিন তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশ পরিচয় দিয়ে লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement