টানা ২ বছর দুই শিশুকন্যাকে নিয়ে হেঁটে চলেছেন প্রাক্তন নৌসেনা বাবা! কারণ জানলে আপনি অবাক হতে বাধ্য

Last Updated:

Father-Daughter: প্রাক্তন নৌসেনা কর্মী অনিল চৌহান দুই শিশুকন্যাকে নিয়ে ২ বছর ধরে পথ হাঁটছেন। মেয়েদের সুরক্ষার বার্তা নিয়ে প্রতিদিন ২৫ কিমি হাঁটছেন, রাস্তায় অনলাইনেই পড়াশোনা করছে মেয়েরা।

+
প্রাক্তন

প্রাক্তন নৌ সেনা কর্মী ও তার দুই সন্তান

নদিয়া: মেয়েদের সঙ্গে যারা দুষ্কর্ম করে তাদের কঠিন শাস্তি হোক। এই বার্তা নিয়ে দুই শিশুকন্যাকে নিয়ে টানা ২ বছর পথ হেঁটে চলেছেন বাবা। গোটা ভারতবর্ষ ঘুরবেন তিনি। শান্তিপুরের ফুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে দেখা মিলল প্রাক্তন নৌ সেনা কর্মী অনিল চৌহানের। উপকূল শহর দিউতে বাড়ি অনিলবাবুর। সেখান থেকে এসে পৌঁছেছেন শান্তিপুরে।
দীর্ঘ কয়েক বছর ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন অনিলবাবু। বছর দুয়েক আগে স্ত্রী মারা যান। তার পর সামাজিক সুরক্ষার বার্তা দিতে দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। গত দু’বছর তিন মাস ধরে দৈনিক ২৫ কিলোমিটার করে হেঁটে চলেছেন অনিলবাবু। রোদ, ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করেই হাঁটছেন তিনি। লক্ষ্য একটাই, দেশের সব মেয়েরা যাতে সুরক্ষিত থাকে।
advertisement
advertisement
তাঁর দুই শিশুর একজন পরে প্রথম শ্রেণীতে অন্য জন ষষ্ঠ শ্রেণীতে, রাস্তায় অনলাইনেই পড়াশোনা করে শিক্ষার পাঠক্রম নিচ্ছে দুই মেয়ে। বাবারও যেমন ক্লান্তি নেই, তেমনই ক্লান্তিহীন মেয়েরাও। সামনের রাস্তায় যতই বাধাবিঘ্ন আসুক,নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে চান তাঁরা। পূর্ব ভারতের চিন সীমান্ত ছুঁয়ে আপাতত যাত্রা শেষ করতে চান। তবে যে বার্তা দিতে ঘর ছেড়েছেন তা নিয়ে আগামীতেও জারি থাকবে লড়াই জানালেন প্রাক্তন নৌ সেনা কর্মী অনিল চৌহান।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টানা ২ বছর দুই শিশুকন্যাকে নিয়ে হেঁটে চলেছেন প্রাক্তন নৌসেনা বাবা! কারণ জানলে আপনি অবাক হতে বাধ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement