ঝুলন গোস্বামীকে ডিলিট দিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, মোট ৫ জনকে দেওয়া হল বিশেষ সম্মান

Last Updated:

Jhulan Goswami: বাঁকুড়ায় হাজির মহিলা কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী সহ একাধিক তারকা। দেবশঙ্কর হালদার, আবুল বাশার, ঝুলন গোস্বামী ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ডি.লিট সম্মান দেওয়া হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে।

+
ঝুলন

ঝুলন গোস্বামী এবং রাজ্যপাল

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ায় হাজির মহিলা কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী সহ একাধিক তারকা। দেবশঙ্কর হালদার, আবুল বাশার, ঝুলন গোস্বামী ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ডি.লিট সম্মান দেওয়া হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকেই তোরজোর চলছিল গোটা বাঁকুড়া শহর জুড়ে। পুলিশের কড়া নিরাপত্তা এবং মানুষের মনে প্রশ্ন, কী হচ্ছে কী হচ্ছে? বাঁকুড়ায় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করতে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মঙ্গলবার, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছাত্রছাত্রীদের হাতে ডিগ্রি প্রদান করা হয়। ছিলেন সাহিত্যিক আবুল বাশার, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী-সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বরা। সমাবর্তন অনুষ্ঠানে দেবশঙ্কর হালদার, আবুল বাশার, ঝুলন গোস্বামী ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ডি.লিট সম্মান দেওয়া হয়।
সমাবর্তন অনুষ্ঠান চলাকালীন সাংসদ অরূপ চক্রবর্তীর নাম না নেওয়ায়, মঞ্চ ছেড়ে চলে যান সাংসদ। ঘটনার পর অতিথি ও ছাত্রছাত্রীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। যদিও বক্তব্য দিতে এসে রাজ্যপাল সিভি আনন্দ বোস কোনও মন্তব্য করতে চাননি। তবে জানিয়েছেন পশ্চিমবঙ্গ ভারতের শিক্ষার সম্ভার। যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই রাজ্যে।
advertisement
advertisement
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে মোট ৫ জনকে ডি.লিট দেওয়া হয় । চ্যান্সেলর এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বিতীয় সমাবর্তন ২০২৫-এর সভাপতিত্ব করার জন্য সম্মতি জানান। দ্বিতীয় সমাবর্তন ২০২৫-এর বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৌরভ পাল, প্রাক্তন পরিচালক, আইআইএসইআর, কলকাতা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝুলন গোস্বামীকে ডিলিট দিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, মোট ৫ জনকে দেওয়া হল বিশেষ সম্মান
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement