North 24 Parganas News: আবারও কি খুলবে বন্ধ হয়ে যাওয়া দমদমের শতাব্দী প্রাচীন জেসপ কারখানা! আশায় শ্রমিকেরা

Last Updated:

North 24 Parganas News: জেসপের গৌরবময় অতীতের দিকে তাকালে দেখা যায়, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, ফারাক্কা ব্রিজের মতো ঐতিহাসিক নির্মাণের সঙ্গে যুক্ত ছিল এই কারখানার নাম।

+
বন্ধ

বন্ধ জেসপ 

উত্তর ২৪ পরগনা: শতাব্দী প্রাচীন বন্ধ হয়ে যাওয়া জেসপ কারখানা কি পুনরায় চালু হবে? একদা শিল্পাঞ্চল হিসাবে পরিচিত দমদম কার্যত কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে। নিভে গিয়েছে বহু শিল্পের আলো। তারই অন্যতম বড় নিদর্শন  বন্ধ হয়ে থাকা শতাব্দী প্রাচীন জেসপ অ্যান্ড কোম্পানি লিমিটেড। গত ১১ বছর ধরে বন্ধ কারখানা, যেখানে এক সময়ে প্রায় ১৪ হাজার শ্রমিক কাজ করতেন। জেসপকে ঘিরেই গড়ে উঠেছিল একাধিক ছোট কারখানা। সেগুলিও এখন সম্পূর্ণভাবে বন্ধ। জেসপের গৌরবময় অতীতের দিকে তাকালে দেখা যায়, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, ফারাক্কা ব্রিজের মতো ঐতিহাসিক নির্মাণের সঙ্গে যুক্ত ছিল এই কারখানার নাম। এমনকি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে থাকা তিন টনের পরী মূর্তির সংস্কারের কাজও করেছিল এই সংস্থা।
বর্তমানে সবই অতীত। কারখানা বন্ধ হওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমিকদের জন্য বছরে ১০ হাজার টাকার অনুদান চালু থাকলেও, তা জীবিকা নির্বাহের পক্ষে একেবারেই অপ্রতুল। সেই টাকায় আর চলছে না সংসার বলছেন এই কারখানায় কাজ করা প্রাক্তন শ্রমিকেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফে কারখানা পুনরায় চালু করার চেষ্টা চালানো হলেও, শ্রমিক ইউনিয়নের নেতা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় জানান, জেসপ এক সময় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ছিল। এখন যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করে তা রাজ্য সরকারের হাতে ফিরিয়ে দেন, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিলেই, ঐতিহ্যবাহী এই কারখানা আবারও চালু করা সম্ভব। মুখ্যমন্ত্রী সব ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন এই শ্রমিক নেতা।
advertisement
শ্রমিকদের আরও অভিযোগ, বর্তমানে জেসপের বিপুল পরিমাণ জমিতে প্রোমোটার চক্রের নজর পড়েছে। জমি দখলের চেষ্টা চলছে বলেও জানান তাঁরা। ফলে বন্ধ হয়ে পড়া জেশপ কারখানা পুনরায় চালু হলে শুধু প্রাক্তন শ্রমিকরাই নয়, বহু নতুন প্রজন্মের বেকার যুবকরাও কাজের সুযোগ পাবে বলেই আশা প্রকাশ করছে জেশপ বাঁচানোর লড়াইয়ে নামা শ্রমিক ইউনিয়ন।
advertisement
advertisement
রুদ্র নারায়ণ রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: আবারও কি খুলবে বন্ধ হয়ে যাওয়া দমদমের শতাব্দী প্রাচীন জেসপ কারখানা! আশায় শ্রমিকেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement