Foreign Money at Tutor's Home: গ্রামের গৃহশিক্ষকের বাড়িতে একগাদা বিদেশি টাকা! শেষমেশ সামনে চলেই এল আসল সত্য, সব শুনলে চমকে উঠবেন

Last Updated:

Foreign Money at Tutor's Home: টিউশনি শিক্ষকতার পর, বিদেশে থাকা বহু মানুষের থেকে তিনি সংগ্রহ করেছেন একাধিক দেশের নোট ও কয়েন।চিনে নিন তাঁকে।

+
শিক্ষক

শিক্ষক সঞ্জয় পয়ড়্যা

পশ্চিম মেদিনীপুর: তিনি একজন শিক্ষক। তবে কোনও সরকারি বিদ্যালয়ের শিক্ষক নয়। তিনি সাধারণ গৃহ শিক্ষক। টিউশনি করে সামান্য টাকা রোজগার করে সংসার চলে। তবে শুধু বাচ্চা পড়ানো নয়, এই শিক্ষকের নেশা বড্ড অদ্ভুত। বিদ্যালয়ের ছেলেমেয়েদের পড়ানোর পাশাপাশি এই গৃহ শিক্ষক পূরণ করছেন নিজের শখ। নিজের পরিচিত, আত্মীয় এবং বন্ধুদের থেকে সহযোগিতা নিয়ে নিজের শখ পূরণ করছেন তিনি। ছোটবেলার সেই নেশাকে জিইয়ে রেখেছেন বড় বয়সে। স্বাভাবিকভাবে এই শিক্ষকের ভাবনা এবং উদ্যোগ ও নেহাত শখকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
আরও পড়ুনঃ ৩ পানীয়! মদের থেকেও ‘বিষাক্ত’, সাবধান! নিঃশব্দে একটু একটু করে ক‍্যানসারের দিকে ঠেলছে লিভারকে
ছোট থেকেই নতুন টাকা কিংবা কয়েন দেখে সরিয়ে রাখার এক মানসিকতা ছিল। তবে, বড় হতেই ধীরে ধীরে বুঝতে পারেন বিভিন্ন দেশ ও বিদেশের কয়েন কিংবা নোট সম্পর্কে। স্বাভাবিকভাবে বিভিন্ন দেশ ও বিদেশের কয়েন ও নোট সংগ্রহের ইচ্ছে জাগে তাঁর। সেইমত শুরু তার সংরক্ষণ ও সংগ্রহ। টিউশনি শিক্ষকতার পর, নিজের ইচ্ছেতেই দেশ ও বিদেশে থাকা বহু মানুষের থেকে তিনি সংগ্রহ করেছেন একাধিক দেশের নোট ও কয়েন। সযত্নে এই ধরনের পুরানো ইতিহাস ও ঐতিহ্যকে সংগ্রহ করেছেন। শুধু তাই নয় বিভিন্ন দেশের নোট রয়েছে তার কাছে।
advertisement
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বামনদা এলাকার বাসিন্দা পেশায় গৃহ শিক্ষক সঞ্জয় পয়ড়্যা। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও তিনি এখন গ্রামেই করেন গৃহ শিক্ষকতার কাজ। তবে তাঁর নেশায় কোনও কমতি নেই। একদিকে তিনি পত্র শিল্পী, এবং কয়েন সংগ্রহ ছোট থেকেই। ইতিমধ্যেই তার কাছে রয়েছে আমেরিকান ডলার, ইউরোপের নোট, মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল সহ বিদেশি একাধিক নোট। প্রায় ৩০ টি নোট সংগ্রহ করেছেন তিনি। শুধু তাই নয় ভারতের বিভিন্ন সময় প্রকাশিত একাধিক কয়েন ও নোটের সংগ্রহ রয়েছে তাঁর কাছে। এছাড়াও বিভিন্ন দেশের প্রকাশিত কয়েন সংগ্রহ করেছেন তিনি। সেই সংখ্যাটাও প্রায় শতাধিক।
advertisement
advertisement
স্বাভাবিকভাবে শুধু গৃহ শিক্ষকতা নয়, নোট ও কয়েন সংগ্রহের নেশা তার। আগামীতে যা ছোট ছোট ছেলে মেয়েদের কাছে একটি ইতিহাস হয়ে দাঁড়াবে। শিক্ষকের এই ভাবনা ও উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Foreign Money at Tutor's Home: গ্রামের গৃহশিক্ষকের বাড়িতে একগাদা বিদেশি টাকা! শেষমেশ সামনে চলেই এল আসল সত্য, সব শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement