#Egiye Bangla: শহরের বাইরে অত্যাধুনিক বাস টার্মিনাস, যানজট কমায় খুশি যাত্রীরা
Last Updated:
স্বাধীনতার পর থেকে এই শহরে ছিল না কোনও নির্দিষ্ট বাসস্ট্যান্ড। শহরের ভিতরে একটি ছোটজায়গায় বাস দাঁড়াত। সাঁইথিয়ায় তাই যানজট ছিল নিত্যদিনের ঘটনা।
#বীরভূম: বীরভূমের সাঁইথিয়া শহরের বাইরে তৈরি হয়েছে আধুনিক বাস টার্মিনাস। এই বাস টার্মিনাসে প্রায় একশটি মত বাস দাঁড়ানোর সুবিধা আছে। শহরের বাইরে বাস টার্মিনাস তৈরি হওয়ায় যানজট এড়ানো গিয়েছে। যাত্রীরাও আধুনিক বাস টার্মিনাস পেয়ে খুশি।
বীরভূমের বাণিজ্য নগরী হিসেবে পরিচিত সাঁইথিয়া। ট্রেন ও বাসে সাঁইথিয়ার সঙ্গে বীরভূমের বিভিন্ন জায়গার যোগাযোগ আছে। মুর্শিদাবাদ-সহ পাশের জেলাগুলির একাধিক জায়গার সঙ্গে সাঁইথিয়ার সঙ্গে যোগাযোগ বাসের মাধ্যমে। তবে স্বাধীনতার পর থেকে এই শহরে ছিল না কোনও নির্দিষ্ট বাসস্ট্যান্ড। শহরের ভিতরে একটি ছোটজায়গায় বাস দাঁড়াত। সাঁইথিয়ায় তাই যানজট ছিল নিত্যদিনের ঘটনা। এবার অবশ্য সেই যন্ত্রণা কেটেছে। সাঁইথিয়া শহরে তৈরি হয়েছে আধুনিক বাস টার্মিনাস।
advertisement
সাঁইথিয়ায় আধুনিক বাস টার্মিনাস
advertisement
--------------------------
- সাঁইথিয়া শহরে ঢোকার মুখে সেচ দফতরের জায়গা পায় পুরসভা
- সেচ দফতরের জায়গায় তৈরি হয়েছে আধুনিক বাস টার্মিনাস
- বাস টার্মিনাসে ১০০ বাস দাঁড়ানোর সুবিধা
- বাস টার্মিনাসে ব্যবসা করার জন্য ১৩০ টি ঘর তৈরি হয়েছে
সাঁইথিয়া শহর থেকে বাসস্ট্যান্ডে যেতে ভরসা টোটো। পরোক্ষভাবে তাই টোটোচালকদেরও আয় বেড়েছে। খুশি যাত্রীরাও। পুজোর আগেই সাঁইথিয়া বাস টার্মিনাসের উদ্বোধন হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2019 11:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#Egiye Bangla: শহরের বাইরে অত্যাধুনিক বাস টার্মিনাস, যানজট কমায় খুশি যাত্রীরা