Food: মাত্র ২০ টাকায় জিভে জল আনা চিকেন রোল! বসিরহাটের দোকানে লম্বা লাইন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Food: বসিরহাটের কলেজ পাড়ায় চাপাপুকুর রোডে এই আলু চিকেন রোল মিলছে। বসিরহাটের কলেজ পাড়ার দম্পতি নিজেরাই বিকাল হতেই এই চিকেন রোল প্রস্তুতির কাজে লেগে পড়েন। আর এই চিকেন রোলে মেতেছেন শহরবাসী।
বসিরহাট: ২০ টাকার চিকেন রোলে সাড়া পড়লো বসিরহাটে। গ্রাম কিংবা শহর সন্ধ্যা হলেই রাস্তার ধারে ফাস্ট ফুড হিসাবে যেটি সবচেয়ে বেশি নজর কাড়ে সেটি হল রোল। সুস্বাদু খাবারের টানে যাঁরা যখন তখন যে কোনও জায়গায় ছুটে যেতে পারেন, আজ তাঁদের কথা ভেবে এমন একটা ঠেকের খবর দেব, যেখানে মাত্র ২০ টাকায় চিকেন রোল পেয়ে যাবেন।
এই ২০ টাকায় চিকেন রোলের রসদ পাওয়া যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে। গরম মচমচে রোলের কোলে লুকিয়ে থাকা আলু এবং চিকেন টুকরো। মুখে দিতেই মনে হয় যেন স্বর্গ। এবার এই স্বর্গীয় জিনিসের স্বাদ মাত্র ২০ টাকায়। আর সেই চিকেন রোল খেতেই ভিড় খাদ্য রসিকদের।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের কলেজ পাড়ায় চাপাপুকুর রোডে এই আলু চিকেন রোল মিলছে। বসিরহাটের কলেজ পাড়ার দম্পতি নিজেরাই বিকাল হতেই এই চিকেন রোল প্রস্তুতির কাজে লেগে পড়েন। আর এই চিকেন রোলে মেতেছেন শহরবাসী।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2023 8:53 PM IST