Food: মাত্র ২০ টাকায় জিভে জল আনা চিকেন রোল! বসিরহাটের দোকানে লম্বা লাইন

Last Updated:

Food: বসিরহাটের কলেজ পাড়ায় চাপাপুকুর রোডে এই আলু চিকেন রোল মিলছে। বসিরহাটের কলেজ পাড়ার দম্পতি নিজেরাই বিকাল হতেই এই চিকেন রোল প্রস্তুতির কাজে লেগে পড়েন। আর এই চিকেন রোলে মেতেছেন শহরবাসী। 

+
চিকেন

চিকেন রোল

বসিরহাট: ২০ টাকার চিকেন রোলে সাড়া পড়লো বসিরহাটে। গ্রাম কিংবা শহর সন্ধ্যা হলেই রাস্তার ধারে ফাস্ট ফুড হিসাবে যেটি সবচেয়ে বেশি নজর কাড়ে সেটি হল রোল। সুস্বাদু খাবারের টানে যাঁরা যখন তখন যে কোনও জায়গায় ছুটে যেতে পারেন, আজ তাঁদের কথা ভেবে এমন একটা ঠেকের খবর দেব, যেখানে মাত্র ২০ টাকায় চিকেন রোল পেয়ে যাবেন।
এই ২০ টাকায় চিকেন রোলের রসদ পাওয়া যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে। গরম মচমচে রোলের কোলে লুকিয়ে থাকা আলু এবং চিকেন টুকরো। মুখে দিতেই মনে হয় যেন স্বর্গ। এবার এই স্বর্গীয় জিনিসের স্বাদ মাত্র ২০ টাকায়। আর সেই চিকেন রোল খেতেই ভিড় খাদ্য রসিকদের।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের কলেজ পাড়ায় চাপাপুকুর রোডে এই আলু চিকেন রোল মিলছে। বসিরহাটের কলেজ পাড়ার দম্পতি নিজেরাই বিকাল হতেই এই চিকেন রোল প্রস্তুতির কাজে লেগে পড়েন। আর এই চিকেন রোলে মেতেছেন শহরবাসী।
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Food: মাত্র ২০ টাকায় জিভে জল আনা চিকেন রোল! বসিরহাটের দোকানে লম্বা লাইন
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement