Folk Music: তরজা শুনেছেন কখনও? বাংলার হারিয়ে যাওয়া লোকগান 'তরজা'র আসর বসেছে দক্ষিণ বারাসতে
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Folk Music: জমে উঠেছে তরজা গানের আসর! হারিয়ে যাওয়া এই লোক সঙ্গীত ফের চর্চায়! জানুন
দক্ষিণ ২৪ পরগনা : ৫৯ বছর ধরে বাংলার ঐতিহ্য তরজা গান আজও ধরে রেখেছে দক্ষিণ বারাসত বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। আগে গ্রাম বাংলায় বিভিন্ন পূজা পার্বণ মেলাতে এই তরজা গানের দেখা মিলতো এখন আর সেভাবে দেখা মেলে না এই তরজা গানের। গঙ্গা মেলা উপলক্ষে তরজা গানের আসর বসলো দক্ষিণ বারাসতে সাধারণত এই ধরনের তরজা গান আর দেখা মেলে না। তাই এলাকার মানুষ উপচে পড়া ভিড় করেছিলেন এই তরজা গান দেখতে।
তবে তরজা গান বাংলার প্রাচীন লোকসঙ্গীতের বিশেষ একটা অঙ্গ। আজ আর তরজা গানের আসর বিশেষ দেখা যায় না। তবে আগে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলী, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ প্রভৃতি জেলাগুলিতে তরজার প্রচলন লক্ষ্য করা যেত এখন কয়েকটি জেলাতে দেখা মেলে এই তরজা গানের আসর । এই তরজা গানে যেটা দেখা য়ায় একদা গ্রামাঞ্চলে দুই কবি দলের মধ্যে তৎক্ষণাৎ গান রচনা করে উত্তর-প্রত্যুত্তরের লড়াই হত, যা তরজা গান নামে পরিচিত।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
বাংলা সিনেমার খুব পরিচিত একটি সিনেমা অ্যান্টনি ফিরিঙ্গী চলচ্চিত্রে তরজা গানের আসরের নিদর্শন আছে। বেতারে তরজা গানের আসর এখনও প্রচারিত হয়। বাংলা ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ও কবিত্বশক্তি থাকলে তবেই তরজা গানে অংশগ্রহণ করা যায়। বর্তমানে টিভি চ্যানেলে ও সভা মঞ্চে যে ‘কুতর্ক’ চলে, তার সঙ্গে তরজার কোনও তুলনাই হয় না। আর সেভাবে দেখা না গেলেও এই তরজা গানকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণ বারাসতের ব্যবসায়ী সমিতির সদস্যরা।
advertisement
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2025 8:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Folk Music: তরজা শুনেছেন কখনও? বাংলার হারিয়ে যাওয়া লোকগান 'তরজা'র আসর বসেছে দক্ষিণ বারাসতে








