Flood Situation: জলের তলায় একাধিক বাড়ি, এখনও বানভাসি খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
প্রায় পাঁচ দিন কেটে গেলেও জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা।
খানাকুল: অতি বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের অনেকজায়গাই বানভাসি হয়েছিল৷ খানাকুলের বন্যা পরিস্থিতিও বেশ খারাপ হয়ে গিয়েছিল৷ ২২ সেপ্টেম্বর, রবিবার খানাকুলের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে৷
কিন্তু এখনও বিস্তীর্ণ এলাকা জলের তলায় রয়েছে। প্রায় পাঁচ দিন কেটে গেলেও জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা।
advertisement
উঁচু এলাকা থেকে জল কমতে শুরু করলেও জলমগ্ন খানাকুলের মারোখানা, পানশিউলি, জগৎপুর, গড়েরঘাট, বন্দর, ধান্যঘোরী, ঘোড়াদহ, পোল-সহ একাধিক এলাকা। এখনও এই সমস্ত এলাকায় একতলা বাড়ির ভিতরে জল ঢুকে রয়েছে।
advertisement
গ্রামের ভিতরের বেশ কয়েকটা রাস্তায় এক বুক সমান জল। যদিও কয়েকটি এলাকায় ডুবে যাওয়া বাড়ির চাল দেখা যেতে শুরু করেছে৷ যদিও জল ধীরে ধীরে হলেও নামছে৷ এখনও উঁচু বাড়ির ছাদে আশ্রয় নিতে হয়েছে দুর্গতদের। ত্রাণ শিবিরেও আছেন অনেকে।
advertisement
অনেকে উঁচু রাস্তায় তাবু খাটিয়ে বসবাস করছেন। যদিও ত্রাণ নিয়ে বিস্তর অভিযোগ উঠছে দিকে দিকে। তার জেরে ক্ষোভ বেড়েই চলেছে খানাকুলের বন্যা দুর্গতদের। যদিও প্রশাসনের দাবি সর্বত্রই ত্রাণ পৌঁছনোর চেষ্টা চলছে। পিএইচইর তরফে পর্যাপ্ত জলের পাউচ সরবরাহ করা হচ্ছে।
শুভদীপ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2024 2:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood Situation: জলের তলায় একাধিক বাড়ি, এখনও বানভাসি খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল