Flood Situation: জলের তলায় একাধিক বাড়ি, এখনও বানভাসি খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল

Last Updated:

প্রায় পাঁচ দিন কেটে গেলেও জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা।

 খানাকুলের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে৷
খানাকুলের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে৷
খানাকুল: অতি বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের অনেকজায়গাই বানভাসি হয়েছিল৷ খানাকুলের বন্যা পরিস্থিতিও বেশ খারাপ হয়ে গিয়েছিল৷ ২২ সেপ্টেম্বর, রবিবার খানাকুলের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে৷
কিন্তু এখনও বিস্তীর্ণ এলাকা জলের তলায় রয়েছে। প্রায় পাঁচ দিন কেটে গেলেও জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা।
advertisement
উঁচু এলাকা থেকে জল কমতে শুরু করলেও জলমগ্ন খানাকুলের মারোখানা, পানশিউলি, জগৎপুর, গড়েরঘাট, বন্দর, ধান্যঘোরী, ঘোড়াদহ, পোল-সহ একাধিক এলাকা। এখনও এই সমস্ত এলাকায় একতলা বাড়ির ভিতরে জল ঢুকে রয়েছে।
advertisement
গ্রামের ভিতরের বেশ কয়েকটা রাস্তায় এক বুক সমান জল। যদিও কয়েকটি এলাকায় ডুবে যাওয়া বাড়ির চাল দেখা যেতে শুরু করেছে৷ যদিও জল ধীরে ধীরে হলেও নামছে৷ এখনও উঁচু বাড়ির ছাদে আশ্রয় নিতে হয়েছে দুর্গতদের। ত্রাণ শিবিরেও আছেন অনেকে।
advertisement
অনেকে উঁচু রাস্তায় তাবু খাটিয়ে বসবাস করছেন। যদিও ত্রাণ নিয়ে বিস্তর অভিযোগ উঠছে দিকে দিকে। তার জেরে ক্ষোভ বেড়েই চলেছে খানাকুলের বন্যা দুর্গতদের। যদিও প্রশাসনের দাবি সর্বত্রই ত্রাণ পৌঁছনোর চেষ্টা চলছে। পিএইচইর তরফে পর্যাপ্ত জলের পাউচ সরবরাহ করা হচ্ছে।
শুভদীপ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood Situation: জলের তলায় একাধিক বাড়ি, এখনও বানভাসি খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement