ঘাটালে ফের বন্যা, মাঝে মাস খানেকের ব্যবধান! পুজোর আগে সাড়ে সর্বনাশ
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
চলতি বছরে পরপর বন্যা পরিস্থিতি। লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। টানা জলযন্ত্রণা পশ্চিম মেদিনীপুর জুড়ে।চন্দ্রকোনার যাদবপুরে শিলাবতী নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে গ্রামে
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: টানা বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই শিলাবতী নদীর জল। প্রথম বন্যায় ভেঙে যাওয়া ভাঙা নদী বাঁধ মেরামত হয়নি। তার মধ্যে ফের নদীর জল বাড়তেই আবারও সেই ভাঙা বাঁধ দিয়ে হুহু করে জল ঢুকছে। ফলে বন্যার আশঙ্কায় ঘাটাল সহ বিস্তির্ণ এলাকার মানুষ। ভোগান্তি চরমে উঠেছে চন্দ্রকোনার যাদবপুর সহ ঘাটালের একাধিক গ্রামের বাসিন্দাদের।
চলতি বছরে পরপর বন্যা লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। টানা জলযন্ত্রণা পশ্চিম মেদিনীপুর জুড়ে।চন্দ্রকোনার যাদবপুরে শিলাবতী নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে গ্রামে। জলে ডুবে গিয়েছে কৃষি জমিও। যাতায়াতের একমাত্র রাস্তা ভেঙে যাওয়ায় ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকলেই যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ে। অগত্যা মাঠ দিয়ে গলা সমান জল পেরিয়ে বাড়ি থেকে বাজারহাটে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।
advertisement
আরও পড়ুন: রোদের আশায় হাপিত্যেশ প্রতিমা শিল্পীদের
জুন মাসের প্রথমদিকে শিলাবতী নদীর চার চারটি বাঁধ ও বাঁধ সংলগ্ন যাতায়াতের রাস্তা ভেঙে যায়। দেখা দেয় ভয়াবহ বন্যা। প্রাকৃতিক বিপর্যয়ে নদীর জলস্তর বাড়লেই এই ভাঙা বাঁধ দিয়ে জল ঢোকে গ্রামে। সম্প্রতি যাদবপুর গ্রামে দুটি বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হলেও দুটি বাঁধে বড়সড় ভাঙন এখনও রয়ে গিয়েছে।
advertisement
advertisement
গত কয়েকদিন ধরে চলছে একনাগাড়ে ভারি বৃষ্টি। শিলাবতী নদীর জলস্তর বিপদসীমা ছুঁই ছুঁই। নদীর জল বাড়তেই ফের ভোগান্তি শুরু যাদবপুর সহ আশপাশের ৭-৮ টি গ্রামের বাসিন্দাদের। জলে ডুবেছে বিঘার পর বিঘা কৃষি জমি। জলের তলায় যাতায়াতের একাধিক রাস্তা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে যাদবপুর গ্রামের সঙ্গে আশপাশের গ্রামের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাঠের মাঝ দিয়ে গলা সমান জল পেরিয়ে নিত্য প্রয়োজনে চলছে ঝুঁকির যাতায়াত। বন্ধ গ্রামে বসবাস করা পরিবারগুলির ছেলেমেয়েদের টিউশনি, স্কুলে যাওয়া। এর ফলে লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে বলে দাবি এলাকাবাসীর। এই পরিস্থিতিতে দ্রুত ভাঙা বাঁধ মেরামতির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 3:35 PM IST