Birbhum News: প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি বীরভূমের বেশ কিছু জায়গায়!
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
সকাল থেকে কোন বারেজে থেকে কত পরিমাণ জল ছাড়া হয়েছে জল জেনে নিন বিস্তারিত।
সৌভিক রায়, বীরভূম: বিগত প্রায় এক মাস ধরে কখনও ভারী এবং কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বীরভূম এবং ঝাড়খন্ড লাগোয়া এলাকায়।ঝাড়খন্ড ও বীরভূমে কয়েকদিন ধরেই সকাল থেকে রাত পর্যন্ত থাকছে মেঘলা আকাশ। তবে বিগত দুদিন থেকে প্রায় দিনরাত ভারী বর্ষণ শুরু হয়েছে বীরভূমে। আর তাতেই জলস্তর বাড়ছে জেলার নদী গুলির।
সেই কারণে জল ছাড়া হয়েছে বেশ কিছু জলাধার থেকে । তাতেই ডুবেছে বেশ কিছু কজওয়ে। যেমন লাভপুরে বন্যা পরিস্থিতির আশঙ্কা গ্রামবাসীদের। বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন তৎপর রয়েছে। প্রায় ১০ দিন থেকে আকাশের মুখ ভার। তারই মধ্যে বুধবার সারাদিন লাগামছাড়া বৃষ্টি বীরভূম ও ঝাড়খন্ডে। তাতেই জলস্তর বেড়েছে বীরভূমের নদী গুলির। জলাধার গুলি থেকেও ছাড়া হচ্ছে জল।
advertisement
যেমন ময়ূরাক্ষী নদীর তিলপাড়া জলাধার থেকে প্রায় ২৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে।হিংলো জলাধার থেকে ছাড়া হয়েছে ৪০০০ কিউসেক জল। এছাড়াও ব্রাহ্মণী নদীর জলাধার থেকে ছাড়া হয়েছে ২১২৬ কিউসেক জল। জলাধার থেকে জল ছাড়া ও নদীর জলস্তর বাড়ার কারণে ডুবেছে বেশ কিছু কজওয়ে। ভেঙেছে ফেরিঘাট। আরও কিছু কজওয়ে ডুবে যাওয়ার আশঙ্কা।
advertisement
advertisement
যেমন শাল নদীর জলস্তর বাড়ায় দুবরাজপুরে ডুবেছে কজওয়ে। হিংলো জলাধার থেকে জল ছাড়ায় খয়রাশোলে ডুবেছে কজওয়ে। এছাড়াও তিলপাড়া থেকে জল ছাড়ায় ভেঙেছে সাঁইথিয়ার ফেরিঘাট। গতকাল রাতের পর থেকে ধীরে ধীরে ডুবতে শুরু করে সাঁইথিয়ার ফেরিঘাট।অন্যদিকে লাভপুরের কুয়ে নদীর জল বাড়ায় ডুবেছে কজওয়ে। এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের বাতাবরণ। কারণ গতবছর এই কুয়ে নদীর বাঁধ ভেঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এলাকায়। তবে এদিন সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও তেমন ভাবে বৃষ্টিপাতের কোনও খবর নেই বীরভূম এবং ঝাড়খন্ড লাগোয়া এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 11, 2025 2:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি বীরভূমের বেশ কিছু জায়গায়!






