Home /News /south-bengal /
নিমতায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম ৫

নিমতায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম ৫

বিজেপিকর্মী গোপাল মণ্ডলের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। নিমতা থানাতেও বিক্ষোভ দেয় বিজেপি কর্মীরা।

 • Share this:

  #নিমতা: নিমতায় ধুন্ধুমার ৷ বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম ৫ ৷ নিমতার পটনা ঠাকুরতলায় সংঘর্ষ ঘটে ৷ জানা গিয়েছে, সংঘর্ষে জখম ৫ জন বিজেপিকর্মী ৷ বিজেপির স্টলে ঢুকে হামলার অভিযোগ।

  বিজেপিকর্মী গোপাল মণ্ডলের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। নিমতা থানাতেও বিক্ষোভ দেয় বিজেপি কর্মীরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলে বেশ অনেকক্ষণ। পুলিশের উপর চড়াও হওয়ারও অভিযোগ উঠেছে।

  First published:

  Tags: Nimta, TMC-BJP Clash

  পরবর্তী খবর