নিমতায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম ৫
Last Updated:
বিজেপিকর্মী গোপাল মণ্ডলের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। নিমতা থানাতেও বিক্ষোভ দেয় বিজেপি কর্মীরা।
#নিমতা: নিমতায় ধুন্ধুমার ৷ বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম ৫ ৷ নিমতার পটনা ঠাকুরতলায় সংঘর্ষ ঘটে ৷ জানা গিয়েছে, সংঘর্ষে জখম ৫ জন বিজেপিকর্মী ৷ বিজেপির স্টলে ঢুকে হামলার অভিযোগ।
বিজেপিকর্মী গোপাল মণ্ডলের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। নিমতা থানাতেও বিক্ষোভ দেয় বিজেপি কর্মীরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলে বেশ অনেকক্ষণ। পুলিশের উপর চড়াও হওয়ারও অভিযোগ উঠেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
October 30, 2019 9:25 AM IST