Fishing: কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ! জলে ডোবা এলাকায় মাছ ধরার হিড়িক
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Fishing: গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে অনেকে মাছ ধরে দেদার আয় করছেন
কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ। বৃষ্টিপাতের জেরে জলমগ্ন পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা। তাতে ক্ষতি হয়েছে বহু মানুষের। আবার দীর্ঘদিন পর ভাল করে বৃষ্টি হওয়ায় অনেকেই খুশি।
তবে এই জলমগ্ন এলাকা থেকেই লক্ষ্মী লাভ হচ্ছে এক শ্রেণির মানুষের। বিভিন্ন জলমগ্ন জায়গাতেই শুরু হয়ে গিয়েছে মাছ ধরার তোড়জোড়।
শৈলেশ্বর মাঝি নামে এক ব্যক্তি বলেন, এখন সবাই জাল কিনছে আর মাছ ধরছে। প্রচুর মাছও পাওয়া যাচ্ছে। রুই, কাতলা, মিরিক, দেশি মাগুর এইসব মাছ পাওয়া যাচ্ছে। বিক্রিও করছি, আবার নিজেরাও খাচ্ছি।advertisement
advertisement
মাছ ধরার সরঞ্জাম বিক্রি করেন এরকম একজন ব্যবসায়ী জানিয়েছেন, এই টানা বৃষ্টিপাতের কারণে তাঁদের দোকানে এখন ব্যাপক পরিমাণে মাছ ধরার জাল বিক্রি হচ্ছে। খেপলা জাল সবথেকে বেশি বিক্রি হচ্ছে। ভিড় লেগেই থাকছে সবসময়।advertisement
জেলার প্রায় সর্বত্রই এই মাছ ধরার ছবি লক্ষ্য করা যাচ্ছে। জলমগ্ন জায়গাতেই জোর কদমে চলছে মাছ ধরার কাজ। অনেকে সেই মাছ ধরে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বিক্রিও করছেন। পথচলতি অনেকেই একবার হলেও দাঁড়িয়ে দেখছেন এই মাছ ধরার দৃশ্য।advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 6:57 AM IST

