Fishermen's Saviour: মাঝসমুদ্রের বন্ধু! হঠাৎ এতবড় গোল গোল কী তৈরি করছে মৎস্যজীবীরা! জানলে চমকে যাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Fishermen's Saviour: গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন মৎস্যজীবীরা। তার আগে সমস্ত রকমের প্রস্তুতি সেরে নিয়েছে মৎস্যজীবীরা। কিন্তু শেষ মুহূর্তে ট্রলারে ওঠার সময় দেখা গেল বড় বড় গোলাকৃতি বস্তু নিয়ে ট্রলারের দিকে যাচ্ছেন তাঁরা।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন মৎস্যজীবীরা। তার আগে সমস্ত রকমের প্রস্তুতি সেরে নিয়েছে মৎস্যজীবীরা। কিন্তু শেষ মুহূর্তে ট্রলারে ওঠার সময় দেখা গেল বড় বড় গোলাকৃতি বস্তু নিয়ে ট্রলারের দিকে যাচ্ছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেল, লোকাল হ্যান্ডমেড লাইফ বয়া বানিয়েছেন মৎস্যজীবীরাই। আসলে মাঝ সমুদ্রে ভেসে থাকার জন্য লাইফ বয়া খুবই গুরুত্বপূর্ণ। একান্ত লাইফ বয়া না থাকলে তেলের পিপ ব্যবহারও করা হয়।
এখন সমস্ত ট্রলারে বাধ্যতামূলকভাবে রাখা হয় এই লাইফ বয়া। তারপরও সুরক্ষার জন্য হ্যান্ডমেড লাইফ বয়া তৈরি করেছেন মৎস্যজীবীরা। জালের দড়ি, জাল দিয়ে প্রথমে বানানো হচ্ছে গোলাকৃতি আকার।
advertisement
advertisement
আরও পড়ুন : মিষ্টি ভোগ, পায়েসের সঙ্গে প্রতিদিন অন্নভোগ, ৫০০ বছরের প্রাচীন মহাপ্রভুর এই মন্দিরে অগণিত ভক্ত সমাগম
পরে তার মধ্যে দেওয়া হচ্ছে ককশিট, থার্মোকল-সহ আরও অন্যান্য বস্তু। যা জলে সহজে ভেসে থাকছে। এটি জাল ভাসানোর কাজে লাগছে। বিপদে পড়লে এই হ্যান্ডমেড জিনিসও কাজে দেবে মৎস্যজীবীদের।
advertisement
এভাবে স্থানীয়ভাবে এই জিনিস তৈরি করতে খরচ পড়ছে খুব কম। ফলে মৎস্যজীবীরা খুবই খুশি। জাল ভাসানোর সঙ্গে এই জিনিস তৈরি হওয়ায় তারা খুবই আনন্দিত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2024 10:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fishermen's Saviour: মাঝসমুদ্রের বন্ধু! হঠাৎ এতবড় গোল গোল কী তৈরি করছে মৎস্যজীবীরা! জানলে চমকে যাবেন