Fishermen's Saviour: মাঝসমুদ্রের বন্ধু! হঠাৎ এতবড় গোল গোল কী তৈরি করছে মৎস্যজীবীরা! জানলে চমকে যাবেন

Last Updated:

Fishermen's Saviour: গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন মৎস্যজীবীরা। তার আগে সমস্ত রকমের প্রস্তুতি সেরে নিয়েছে মৎস্যজীবীরা। কিন্তু শেষ মুহূর্তে ট্রলারে ওঠার সময় দেখা গেল বড় বড় গোলাকৃতি বস্তু নিয়ে ট্রলারের দিকে যাচ্ছেন তাঁরা।

+
এই

এই সেই বস্তু

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন মৎস্যজীবীরা। তার আগে সমস্ত রকমের প্রস্তুতি সেরে নিয়েছে মৎস্যজীবীরা। কিন্তু শেষ মুহূর্তে ট্রলারে ওঠার সময় দেখা গেল বড় বড় গোলাকৃতি বস্তু নিয়ে ট্রলারের দিকে যাচ্ছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেল, লোকাল হ্যান্ডমেড লাইফ বয়া বানিয়েছেন মৎস্যজীবীরাই। আসলে মাঝ সমুদ্রে ভেসে থাকার জন্য লাইফ বয়া খুবই গুরুত্বপূর্ণ। একান্ত লাইফ বয়া না থাকলে তেলের পিপ ব্যবহারও করা হয়।
এখন সমস্ত ট্রলারে বাধ্যতামূলকভাবে রাখা হয় এই লাইফ বয়া। তারপরও সুরক্ষার জন্য হ্যান্ডমেড লাইফ বয়া তৈরি করেছেন মৎস্যজীবীরা। জালের দড়ি, জাল দিয়ে প্রথমে বানানো হচ্ছে গোলাকৃতি আকার।
advertisement
advertisement
আরও পড়ুন : মিষ্টি ভোগ, পায়েসের সঙ্গে প্রতিদিন অন্নভোগ, ৫০০ বছরের প্রাচীন মহাপ্রভুর এই মন্দিরে অগণিত ভক্ত সমাগম
পরে তার মধ্যে দেওয়া হচ্ছে ককশিট, থার্মোকল-সহ আরও অন্যান্য বস্তু। যা জলে সহজে ভেসে থাকছে। এটি জাল ভাসানোর কাজে লাগছে। বিপদে পড়লে এই হ্যান্ডমেড জিনিসও কাজে দেবে মৎস্যজীবীদের।
advertisement
এভাবে স্থানীয়ভাবে এই জিনিস তৈরি করতে খরচ পড়ছে খুব কম। ফলে মৎস্যজীবীরা খুবই খুশি। জাল ভাসানোর সঙ্গে এই জিনিস তৈরি হওয়ায় তারা খুবই আনন্দিত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fishermen's Saviour: মাঝসমুদ্রের বন্ধু! হঠাৎ এতবড় গোল গোল কী তৈরি করছে মৎস্যজীবীরা! জানলে চমকে যাবেন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement