১৮ দিন পরও বাড়ি ফেরেনি নিখোঁজ মৎস্যজীবী, ভেজা-চোখে অপেক্ষায় স্ত্রী, ছেলে-মেয়ে

Last Updated:

নিখোঁজ স্বামীকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ অসহায় স্ত্রী

+
নিখোঁজ

নিখোঁজ স্বামী

#উত্তর ২৪ পরগনা: খোঁজ মিলছে না মৎস্যজীবী স্বামীর। নিখোঁজ স্বামীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ স্ত্রী। ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে গোটা এলাকায়। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের ১১নম্বর স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের বছর ৪৮ এর শত্রুঘ্ন মণ্ডল পেশায় মৎস্যজীবী। গত অক্টোবর মাসের ২৩ তারিখ মেছোগিড়িতে মাছ চাষ করতে গিয়ে নিখোঁজ হন।
হাজার চেষ্টা করেও স্বামীকে খুঁজে পাননি  স্ত্রী অঞ্জনা মণ্ড। ১৮ দিনের উপর নিখোঁজ ওই মৎস্যজীবী। অবশেষে, স্ত্রী হাজির হন হিঙ্গলগঞ্জ থানায়। নিখোঁজ ডায়েরি দায়ের হয়। পরিবারের একমাত্র রোজগেরে শত্রুঘ্নর  ১৭ বছরের এক মেয়ে ও ৭ বছরের এক ছেলে রয়েছে।তাঁর আয়েই চলত সংসার।
শত্রুঘ্ন মণ্ডল নিরুদ্দেশ থাকায় সংসার চালানো  দুঃসহ হয়ে উঠেছে অঞ্জনার কাছে। ছেলে-মেয়েদের পড়াশোনাও প্রায় বন্ধের মুখে। বাবাকে দ্রুত খুঁজে বের করার আবেদন জানিয়ে প্রশাসনের কাছে কান্নায় ভেঙে পরেন সন্তানরা। কিন্তু প্রশ্ন উঠছে, নিখোঁজ হয়ে যাওয়ার ১৮ দিনের বেশি সময় পার হয়ে গেলেও কেন খোঁজ পাওয়া যাচ্ছে না মৎস্যজীবীর? স্থানীয়  বাসিন্দাদের প্রশ্ন, কেন এত দেরীতে পুলিশের দ্বারস্থ হল পরিবার?  যদিও ঘটনায় ইতিমধ্যেই তদন্তকারী পুলিশ আধিকারিকেরা পরিবারের পাশাপাশি পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
advertisement
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১৮ দিন পরও বাড়ি ফেরেনি নিখোঁজ মৎস্যজীবী, ভেজা-চোখে অপেক্ষায় স্ত্রী, ছেলে-মেয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement