Fish Farming: সাস্টেনেবল মৎস্য চাষ কী? জানতে নন্দীগ্রামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
নন্দীগ্রামের কোথাও একই পুকুরে মাছ চাষের সঙ্গেই হচ্ছে কাঁকড়া চাষ। আবার কোথাও মাছ চাষের পাশাপাশি ভেড়ি বা পুকুরের পাড়ে চাষ করা হচ্ছে শাকসবজি
পূর্ব মেদিনীপুর: বর্তমান সময়ে কোনও কিছুর উৎপাদন সাস্টেনেবল হওয়াটা খুব জরুরি। মাছ চাষের ক্ষেত্রেও বাড়ছে সাস্টেনেবল পদ্ধতির কদর। এই পদ্ধতিতে মাছ চাষ কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে। বা বলা ভাল মাছ চাষ থেকে আয় অনেকটাই বাড়িয়ে তুলেছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম মাছ চাষের জন্য খ্যাতি লাভ করেছে। এই জেলায় রাজ্যের প্রথম সাস্টেনেবল মাছ চাষ পদ্ধতি অবলম্বন করা হয়েছে। যার ফলে মাছ চাষ থেকে রোজগার অনেকটাই বেড়েছে মৎস্য চাষিদের। এই পদ্ধতিকে জানতে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাজির হল নন্দীগ্রামে।
সাস্টেনেবল মাছ চাষ কী? সাস্টেনেবল মাছ চাষ হল মৎস্য উৎপাদন ক্ষেত্রে একই সঙ্গে অন্যান্য কিছু চাষ করে রোজগার বাড়ানো। নন্দীগ্রামের কোথাও একই পুকুরে মাছ চাষের সঙ্গেই হচ্ছে কাঁকড়া চাষ। আবার কোথাও মাছ চাষের পাশাপাশি ভেড়ি বা পুকুরের পাড়ে চাষ করা হচ্ছে শাকসবজি।
advertisement
advertisement
আবার কোনও কোনও মৎস্যক্ষেত্রে মাছ চাষের পাশাপাশি হাঁস-মুরগিরও প্রতিপালন চলছে। একই সঙ্গে পাশাপাশি দুটি চাষে একদিকে যেমন কাজের জন্য সময় কম লাগছে তেমনই খরচটাও অনেকটা কম হচ্ছে। ফলে মাছ চাষের পাশাপাশি একই জায়গায় অন্য কিছু চাষ করে চাষিদের রোজগার বাড়চ্ছে। এই বিষয়ে নন্দীগ্রামের মৎস্য সম্প্রসারণ আধিকারিক জানান, অ্যাকোয়াটিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট মৎস্য চাষে বিরাট পরিবর্তন এনেছে। এর মাধ্যমে জৈব পদ্ধতিতে একই পুকুরে মাছ চাষের পাশাপাশি হাঁস-মুরগির প্রতিপালন এমনকি বাক্স পদ্ধতিতে কাকড়া চাষ চলছে। নন্দীগ্রামে এই ধরনের মাছ চাষের পরিসর দিন দিন বাড়ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্যক্ষেত্রের অভূতপূর্ব মাছ চাষের পদ্ধতি শিখতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এক দল ছাত্র-ছাত্রী শিক্ষামূলক ভ্রমণ করল। এলাকার মাছ চাষের সাম্যক ধারণা লাভের পাশাপাশি ছাত্রছাত্রীরা একই পুকুরে মাছ-সবজি, হাঁস-মুরগি, জৈবচাষ, ঈষৎ নোনাজলের ভেনামি চিংড়ি, মিষ্টি জলের মাছ, চৌবাচ্চায় রঙিন মাছ চাষ, নদীতে মাছ ধরা সহ পুকুরে মাছ চাষের সঙ্গে সঙ্গে বাক্সে কাঁকড়ার চাষের পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2024 7:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fish Farming: সাস্টেনেবল মৎস্য চাষ কী? জানতে নন্দীগ্রামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা