North 24 Parganas News: বিদ্যাধরীর ময়লা জলে বাড়ছে মাছের রোগ, সমস্যায় মাছ চাষিরা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
কোলকাতা ও বানতলা লেদার কমপ্লেক্স থেকে থেকে আসা নোংরা জলে বিদ্যাধরীর দূষণে জেরবার হাড়োয়া ও মিনাখাঁ ব্লকের চাষি ও মৎস্যজীবীরা।
বসিরহাট: বিদ্যাধরীর ময়লা জলে বাড়ছে মাছের রোগ, সমস্যায় মাছ চাষিরা। কোলকাতা ও বানতলা লেদার কমপ্লেক্স থেকে থেকে আসা নোংরা জলে বিদ্যাধরীর দূষণে জেরবার হাড়োয়া ও মিনাখাঁ ব্লকের চাষি ও মৎস্যজীবীরা। দূষিত জলে না হচ্ছে মাছ চাষ, না করা যাচ্ছে সব্জি চাষ। যা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকার কৃষিজীবী থেকে মৎস্যজীবীদের। দেশের অন্যতম দূষিত নদী হিসেবে চিহ্নিত বিদ্যাধরীর দূষণ। সম্প্রতি দূষণের মাত্রা এতই বেড়েছে যে নদীর সেই নোংরা জল কালো রূপ নিয়েছে। দূষণের পাশাপাশি নদীর জলে বিষক্রিয়া বাড়ায় মাছ চাষ ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান পড়াশুনা নিয়ে আগ্রহী করতে সায়েন্স আউটরিচ প্রোগ্রাম
নদীর জল মাছ চাষের জমিতে ঢুকে মাছের গায়ে একাধিক ক্ষত রোগ দেখা দিচ্ছে, মাছের বৃদ্ধির পাশাপাশি বংশবৃদ্ধির হার কমছে। স্বাভাবিকভাবেই এর ফলেই চরম ক্ষতির মুখে পড়ছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার সুন্দরবন এলাকার হাড়োয়া ও মিনাখার মাছ চাষীরা। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার হাড়োয়া থেকে মালঞ্চ শ্মশান পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এলাকাতেই নদী সবচেয়ে দূষিত। এলাকাটি উত্তর ২৪ পরগনার হাড়োয়া এবং মিনাখাঁ ব্লকের অন্তর্গত হলেও দূষণের উৎস কলকাতা এবং উত্তর ২৪ পরগনার পুর-এলাকাই। বিশেষ করে কলকাতা, বিধাননগর, বরাহনগর, দমদম সহ একাধিক পুর-এলাকার বর্জ্যে দিনের পর দিন দূষণে পরিপূর্ণ হচ্ছে বিদ্যাধরী। আটটি বড় খাল এবং ড্রেনের দূষিত জল এবং পুর-বর্জ্য এসে মিশছে বিদ্যাধরীতে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
স্থানীয় মাছ চাষিরা জানাচ্ছেন কলকাতা থেকে আসা নোংরা জল শোধন করে বিদ্যাধরী নদীতে পৌঁছায় তবেই সমস্যার সমাধান হবে।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2023 2:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিদ্যাধরীর ময়লা জলে বাড়ছে মাছের রোগ, সমস্যায় মাছ চাষিরা