North 24 Parganas News: জেলায় হিউম্যান মিল্ক ব্যাঙ্ক এর সুবিধা, আর মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হবে না কোন শিশুই

Last Updated:

জেলায় এবার মিলবে হিউম্যান মিল্ক ব্যাঙ্ক এর সুবিধা, আর মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হবে না কোন শিশুই

+
অত্যাধুনিক

অত্যাধুনিক ল্যাব

উত্তর ২৪ পরগনা: রাজ্যে প্রথম কোন বেসরকারি হাসপাতালে চালু হল মাতৃদুগ্ধের ব্যাঙ্ক বা হিউম্যান মিল্ক ব্যাঙ্ক। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে এদিন থেকে এই পরিষেবার চালু করা হল বলেই জানা গিয়েছে। এর আগে রাজ্যে এসএসকেএম সরকারি হাসপাতালে চালু হয়েছিল মাতৃদুগ্ধ ব্যাঙ্ক।
এবার উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে বেসরকারি ফ্লোরিডা হাসপাতালের তরফ থেকে নেওয়া হল এমন অভিনব উদ্যোগ। জন্মদাত্রী মায়ের সন্তানকে স্তন্যপান করানোয় কোনও জটিলতা থাকলে কিংবা কোনও সন্তান মাতৃহারা হলে, অপরিণত শিশুদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হয়েছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়।
আরও পড়ুন: আদালতে দোষী সাব্যস্ত বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সন
রাজ্যের কোন সন্তানরাই যাতে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয় সেই জন্য এই ব্যাঙ্ক থেকে দুগ্ধ পান করানো হবে সদ্যোজাতদের। শিশুদের পুষ্টি বৃদ্ধির লক্ষ্যেই এই পরিষেবা। মায়েরা অতিরিক্ত স্তন্যদুগ্ধ দান করতে পারবেন এই ব্যাঙ্কে। বিশেষ পদ্ধতিতে সেই মাতৃদুগ্ধ সংগ্রহ ও পরিশুদ্ধকরণ করে তা দু’মাসের জন্য প্রিজার্ভ করা হবে। ৪০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে এরই পাশাপাশি থাকবে সব ধরনের প্রয়োজনীয় বিভাগ। ফলে জেলার অসংখ্য সদ্যোজাত প্রয়োজনে মাতৃদুগ্ধের স্বাদ পাবে।
advertisement
advertisement
আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় ঘুরে যাবে আবহাওয়া, গা জ্বালানো গরমের পূর্বাভাস! পুড়বে কোন কোন জেলা? জানুন
হিউম্যান মিল্ক ব্যাঙ্ক চালুর পাশাপাশি স্তন্যপান এবং স্তন্যদুগ্ধ দানের জন্য সুস্থ-সক্ষম মায়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর কথাও বলা হয় এদিন। রাজ্যের মন্ত্রী ও বিধায়ক রথীন ঘোষের উপস্থিতিতে এই হিউম্যান মিল্ক ব্যাংকের উদ্বোধন হয়। আগামীতে মাতৃত্বের স্বাদ নেওয়া মহিলারাও জেলায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: জেলায় হিউম্যান মিল্ক ব্যাঙ্ক এর সুবিধা, আর মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হবে না কোন শিশুই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement