রণক্ষেত্র সীমান্ত! পাচার রুখতে গিয়ে চলল গুলি, জখম বিএসএফ ও পাচারকারী
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
India-Bangladesh border- চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর ৯১ নম্বর বিএসএফ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে।
দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে পাচার করতে এসে বিএসএফের গুলিতে গুরুতর জখম এক বাংলাদেশি। পাশাপাশি এই ঘটনায় পাচারকারীদের হামলায় আহত এক বিএসএফ কর্মী।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর ৯১ নম্বর বিএসএফ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে। জানা গেছে, গুলিবিদ্ধ ওই বাংলাদেশি পাচারকারীর নাম মহম্মদ আলাউদ্দিন(৩২),বাড়ি বাংলাদেশে। আহত বিএসএফ জাওয়ানের নাম ওরফেজ কুমার(২৭)। বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায়।
আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে একাদশে নেই বিরাট কোহলি, কারণটা কী?
ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। বিএসএফ সূত্রে জানা যায়, এদিন ভোররাতে ৫ জন বাংলাদেশির একটি দল পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে। সেইসময় কর্তব্যরত ওই বিএসএফ জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ বিএসএফ-এর।
advertisement
advertisement
আরও পড়ুন- শেষ লগ্নে হাল ফেরাতে ইস্টবেঙ্গলে সই ‘মেসি’-র! ফিরবে লাল-হলুদের সোনালী দিন?
পাশাপাশি বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এর পরই পাচারকারীদের ওপরে গুলি চালায় বিএসএফ। ঘটনায় মহম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশী পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এদিকে এমন ঘটনা ঘটতেই ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 06, 2025 8:35 PM IST