Home /News /south-bengal /
চুঁচুড়ায় ভয়াবহ আগুন ! পুড়ে ছাই কাঠের গোডাউন, আসবাবের দোকান

চুঁচুড়ায় ভয়াবহ আগুন ! পুড়ে ছাই কাঠের গোডাউন, আসবাবের দোকান

representative image

representative image

 • Last Updated :
 • Share this:

  #চুঁচুড়া: চুঁচুড়ার প্রিয়নগরে ভয়াবহ আগুন ! গভীর রাতে জিটি রোডের পাশে ভস্মীভূত ১টি কাঠের গোডাউন। আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি আসবাবের দোকানেও !

  স্থানীয় বাসিন্দারা  দমকলে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন! দমকল আধিকারিকদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজ চলে সকাল পর্যন্ত। কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি! প্রাথমিক অনুমান,  শর্ট সার্কিটের কারণেই হয়তো আগুন লাগে। জানা গিয়েছে, আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, ভস্মীভূত দোকানের কাঠ ও আসবাবপত্র। দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি বাড়িতে! স্থানীয়দের চেষ্টায় সেই আগুন নেভানো হয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

   অন্যদিকে আজ সকালেই ঢাকার বনানীতে এফআর টাওয়ার নামের এক বহুতলে বিধ্বংসী আগুন লাগে। আগুন আতঙ্কে বেশ কয়েকজন বহুতলের জানলা দিয়ে লাফিয়ে পড়েন ৷ একজন শ্রীলঙ্কার নাগরিকের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত ৩২ জন ৷ অসমর্থিত সূত্রে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
  First published:

  Tags: Chunchura, Fire