Purulia News: দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন...! আচমকা বাড়িতে হলটা কী! পুরুলিয়ায় ভুতুড়ে কাণ্ড, আতঙ্কে গ্রামবাসীরা

Last Updated:

Purulia News: একেবারে যেন ভুতুড়ে কাণ্ড। বাড়ির যেখানে সেখানে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের উপরডি গ্রামের ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের বাসিন্দারা।

+
বাড়িতে

বাড়িতে রহস্যময় আগুন

পুরুলিয়া, শান্তনু দাস: একেবারে যেন ভুতুড়ে কাণ্ড। বাড়ির যেখানে সেখানে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের উপরডি গ্রামের ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে বাড়িতে পৌঁছান প্রশাসনের আধিকারিকেরাও। পাকা বাড়িটির দোতলা থেকে নীচতলা, কোথাও রেহাই নেই। দেওয়ালে টানানো পুতুল, ক্যালেন্ডার, ঘরের আসবাব, সবকিছুতেই হঠাৎ দেখা দিচ্ছে আগুনের শিখা। এমনকি বাড়ির সামনে রাখা ধানের পালুই বা অ্যাসবেস্টসের ছাউনিতেও আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপরডি গ্রামের বাসিন্দা পরেশ মণ্ডলের পরিবারে। খবর পেয়ে রঘুনাথপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও নয়নতারা রক্ষিত-সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। জয়েন্ট বিডিও নয়নতারা রক্ষিত জানান, ‘আমাদের তরফে বিষয়টি বিজ্ঞান মঞ্চের কাছে জানানো হয়েছে পরীক্ষার জন্য। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, গ্রামবাসীদের ও পরিবারের সদস্যদের আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।’
advertisement
আরও পড়ুন-রোজ ২-৩-৪ টের সময় ঘুম ভাঙছে? শুভ নাকি অশুভ! কীসের ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি? জ্যোতিষী জানাচ্ছে কী প্রভাব পড়বে আপনার জীবনে
অন্যদিকে রঘুনাথপুর ২ নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: সমীক বাউরি বলেন, ‘এর আগে এ ধরনের ঘটনা আমি কখনও দেখিনি। হঠাৎ কীভাবে এমন আগুন লাগছে বোঝা যাচ্ছে না। বিজ্ঞান মঞ্চকে জানান হয়েছে, তাঁরা তদন্ত করে কারণ খতিয়ে দেখবেন।’
advertisement
advertisement
আরও  পড়ুন- ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! ৪ রাশিকে চরম কষ্ট দেবেন গ্রহের ‘রাজা’, ৪ দিন পর থেকেই আসল ‘খেলা’ শুরু, চাকরিজীবীরা খুব সাবধান!
ঘটনাটি ঘিরে গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্তের পরই পরিষ্কার হবে রহস্যজনক আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে গ্রামে আতঙ্ক না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন...! আচমকা বাড়িতে হলটা কী! পুরুলিয়ায় ভুতুড়ে কাণ্ড, আতঙ্কে গ্রামবাসীরা
Next Article
advertisement
Lionel Messi and Shahrukh Khan: কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
  • কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ !

  • মেসির সঙ্গে দেখা শাহরুখ খানের

  • দু’জনের মধ্যে কী কথা হল?

VIEW MORE
advertisement
advertisement