Tiger : কুলতলিতে ভয়ঙ্কর আতঙ্ক, একদিনের মধ্যেই ধরা পড়ল সাক্ষাৎ 'যমদূত'

Last Updated:

Kultali- বশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল কুলতলির দেউলবাড়ী এলাকার মানুষজন। বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল বাঘ।

+
খাঁচা

খাঁচা বন্দি বাঘ

কুলতলি: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল কুলতলির দেউলবাড়ী এলাকার মানুষজন। বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল বাঘ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে কুলতলী ব্লকের অন্তর্গত দেউলবাড়ি এলাকায় চাষের জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকার মানুষজনেরা।
বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। এর পর তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে বনদফতরের কর্মীরা। বাঘের পায়ের ছাপ দেখে বাঘের গতিপথ নির্ধারণ করে বনকর্মীরা। গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়।
এর পর বাঘটিকে ধরার জন্য বনদফতর এর পক্ষ থেকে পাতা হয় খাঁচা। অবশেষে গভীর রাতে বনদফতরের পাতা খাচায় খাঁচা বন্দী হয় বাঘ। এ বিষয়ে বনদফতরের এক কর্মী তিনি জানান, গতকাল এলাকায় বাঘের পায়ের ছাপের খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে আমরা। এলাকাবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন- আচমকা বাজ! মাঠে কাজ করতে গিয়ে চরম পরিণতি মহিলার, কেদারপুরে কান্নার রোল!
বাঘটিকে খাঁচা বন্দি করানোর জন্য বেশ কয়েকটি খাচা পাতা হয় ছাগলের টোপ দিয়ে। গভীর রাতে হঠাৎই আমরা ছাগলের চিৎকার শুনতে পাই ।এরপর তড়িঘড়ি আমরা খাঁচার কাছে গেলে দেখতে পাই খাঁচা বন্দি হয়েছে বাঘ। বাঘটিকে উদ্ধার করে ঝড়খালীতে নিয়ে যাওয়া হবে এবং বাঘটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর পুনরায় বাঘটিকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হবে। অবশেষে বাঘটি খাঁচা বন্দি হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেউলবাড়ি এলাকার এলাকাবাসীরা।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger : কুলতলিতে ভয়ঙ্কর আতঙ্ক, একদিনের মধ্যেই ধরা পড়ল সাক্ষাৎ 'যমদূত'
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement