Fifth Phase Voting: ‘একটা গুন্ডাকে দলে রেখে ভুল করেছিলাম’, অর্জুন সিংকে নিয়ে প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয় মল্লিকের
Last Updated:
#বারাকপুর: ‘গুন্ডামি করছে অর্জুন’। একদা তৃণমূল বিধায়ক ও বর্তমানে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিয়ে ক্ষোভ ও হতাশা ঝরে পড়ল জ্যোতিপ্রিয় মল্লিকের গলায় ৷ একইসঙ্গে অর্জুন সিংকে গুন্ডা বলে সম্বোধন করে দলে রাখা নিয়ে আফসোসও প্রকাশ করেন ৷
পঞ্চম দফায় সকাল থেকেই লাইমলাইটে অর্জুন সিং ৷ সদ্য জোড়াফুলের হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন অর্জুন ৷ বারাকপুরের মোহনপুরে ঝামেলার ঘটনায় সকাল থেকেই সংবাগদ শিরোনামে অর্জুন সিং ৷ এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, হাতাহাতি বাধল তৃণমূল কর্মীদের৷ ধস্তধস্তিতে মুখে চোট পেয়েছেন অর্জুন৷ সব মিলিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়েছে বারাকপুরের মোহনপুরের বুথে৷
advertisement
সেই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,‘অর্জুন গুন্ডামি করছে ৷ কমিশনকে সব জানিয়েছি ৷ অর্জুনকে গ্রেফতারের দাবি জানিয়েছি ৷ মানুষই অর্জুনকে রুখে দেবে ৷ অর্জুনকে দলে রেখে ভুল করেছিলাম ৷ একটা গুন্ডাকে দলে রেখে ভুল করেছিলাম ৷’
advertisement
ঘটনার সূত্রপাত, বারাকপুরের মোহনপুরের আমবাগান বিদ্যাসাগর বিদ্যাপীঠে বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ। অভিযোগ পেয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিজেপি এজেন্টকে বুথে ফেরাতে তাঁর বাড়ি যান অর্জুন সিং। এজেন্টকে নিয়ে বুথে ঢোকার মুখে বাধা। পালটা পুলিশকে হুমকি দেন অর্জুন। ধস্তাধস্তির জেরে মুখে চোট লাগে অর্জুন সিং-এর। বুথের বাইরে লাঠি, বাঁশ নিয়ে জড়ো হন বেশ কয়েকজন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।
advertisement
এরাজ্যের ৭ কেন্দ্রে আজ পঞ্চম দফার ভোটগ্রহণ ৷ ৭ কেন্দ্রে মোতায়েন ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ ভোটগ্রহণ চলছে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগেও ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2019 10:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fifth Phase Voting: ‘একটা গুন্ডাকে দলে রেখে ভুল করেছিলাম’, অর্জুন সিংকে নিয়ে প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয় মল্লিকের