Ferry Service: ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি রুটে ফেরি চলাচল বন্ধ, সাময়িক অসুবিধায় যাত্রীরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Ferry Service: মে মাসে ডায়মন্ড হারবার জেটি পরিদর্শন করেছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তারপর জুন মাসে এই কারিগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ডায়মন্ড হারবার পুরসভা
দক্ষিণ ২৪ পরগনা: বন্ধ হল ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি রুটের ফেরি সার্ভিস। গ্যাংওয়ের ইওক শ্যাফট পরিবর্তনের জন্য এখানে ফেরি পরিষেবা সাময়িক বন্ধ করা হয়েছে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এই কাজ করা হচ্ছে। যদিও এর ফলের সাময়িকভাবে অসুবিধায় পড়েছেন যাত্রীরা।
ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে ফেরি সার্ভিস বন্দর কথা ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে রবিবার পরিষেবা বন্ধ থাকবে। উল্লেখ্য ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি রুটের ফেরি সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিস। এই ফেরি পরিষেবার মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের হাজার হাজার যাত্রী নিত্য যাতায়াত করেন। ফেরি পরিষেবা বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েছেন।
advertisement
advertisement
গত মে মাসে ডায়মন্ড হারবার জেটি পরিদর্শন করেছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তারপর জুন মাসে এই কারিগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ডায়মন্ড হারবার পুরসভা। এই বিষয়ে ডায়মন্ড হারবারের পুরপ্রধান প্রণব দাস জানান, এই সিদ্ধান্তের ফলে সাময়িক অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থে এই কাজ করা হচ্ছে। সোমবার থেকে আবার সবকিছু স্বাভাবিক হবে। যে কাজের জন্য ফেরি সার্ভিস বন্ধ হচ্ছে তা সুষ্ঠভাবে করা হচ্ছে। সম্পূর্ণ নতুন ইওক শ্যাফট বসানো হবে। ফলে সোমবারের পর থেকে আবারও অনেকদিন সুষ্ঠভাবে পরিষেবা দেওয়া যাবে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2024 2:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ferry Service: ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি রুটে ফেরি চলাচল বন্ধ, সাময়িক অসুবিধায় যাত্রীরা