বাবার 'লালসা'র শিকার মেয়ে! খুনের ঘটনায় ফাঁসির সাজা দিল রাজ্যের আদালত
- Reported by:Rintu Panja
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
আসানসোল হিরাপুর থানা এলাকায় গত বছর ১২ মে ঘটনাটি ঘটেছিল
আসানসোল, রিন্টু পাঁজা: নিজের মেয়েকে ধর্ষণের অপরাধে বাবার ফাঁসির সাজা ঘোষণা করল আসানসোল এক্সক্লুসিভ পকসো আদালত। সূত্রের খবর, এই প্রথম কোনও ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা করল আসানসোল আদালত। আসানসোল হিরাপুর থানা এলাকায় গত বছর ১২ মে ঘটনাটি ঘটেছিল। রাতে খাওয়াদাওয়া শেষ করে ভাই-বোনের সঙ্গে ঘুমোতে যান নির্যাতিতা। পরের দিন সকালে নির্যাতিতার মা দেখেন, মেয়ের মুখ চাদর দিয়ে ঢাকা। তা সরাতেই দেখতে পান নির্যাতিতার নাক-কান দিয়ে রক্ত বেরোচ্ছে, গলায় একটি কালশিটের দাগ।
মেয়েকে এই অবস্থায় দেখে নির্যাতিতার মা চিৎকার চেঁচামচি করেন। তবে নির্যাতিতার বাবা তথা অভিযুক্ত স্বাভাবিকই ছিলেন। উল্টে স্ত্রীকে বলেন, পুলিশ ডেকে দরকার নেই, হাসপাতাল নিয়ে গেলে ফেঁসে যাব। একথা শুনে নির্যাতিতার মা চিৎকার শুরু করেন এবং প্রতিবেশীদের জানান। এরপর নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ দিনের বেলায় রাতের অন্ধকার, ‘ভূতুড়ে ঘরে’ই রান্না হচ্ছে শিশুদের মিড ডে মিল!
আদালত সূত্রে জানা যাচ্ছে, নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সেই সঙ্গেই সামনে আসে, খুনের আগে নির্যাতিতার ধর্ষণের কথা। এরপর ১৪ তারিখ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে। এই ঘটনার প্রায় ১৫ মাসের মধ্যে ফাঁসির সাজা ঘোষণা করল আদালত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আসানসোল এক্সক্লুসিভ পকসো আদালতের বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায় এই রায় ঘোষণা করলেন। স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটার সোমনাথ চট্টরাজ বলেন, সেকশন ৬এ অনুযায়ী ফাঁসির সাজা ঘোষণা করা হয়। তিনি বলেন, সম্ভবত আসানসোল আদালতে এই প্রথম কোনও ফাঁসির সাজা ঘোষণা করা হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 06, 2025 3:42 PM IST






