বিয়ের আগের রাতে বাবার মৃত্যু, শেষকৃত্য আটকে ছেলের শুভ পরিণয়ের সিদ্ধান্ত মায়ের

Last Updated:

পাত্রের মাকে কুর্ণিশ বাদুড়িয়ার

#বাদুরিয়া: কথায় বলে জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। হয়তো সেই বিধাতার জন্য ওলটপালট হয়ে যেতে পারত মণিকার জীবনটাই। কিন্তু শক্ত হাতে রাশ ধরলেন হবু শাশুড়ি অলিরানি মন্ডল। বাদুড়িয়ার উত্তর দিয়ারায় মৃত স্বামীর দেহ আগলে নির্দিষ্ট দিনেই নিজের ছোট ছেলের সঙ্গে বিয়ে দিলেন মণিকার।
বুধবার বিয়ে বাড়ির ছোট ছেলের। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় দিয়ারা গ্রামের মন্ডল বাড়িতে চলছিল তারই তোড়জোর। বিয়ে অসিতবরণ মন্ডলের ছোট ছেলে কৃষ্ণেন্দুবিকাশ মন্ডলের। বাড়ি জুড়ে উৎসবের আমেজ। রঙবেরঙের তোরণে সেজেছিল মন্ডলবাড়ি। কিন্তু হঠাৎ করে সব ধূসর হয়ে গেল। মঙ্গলবার সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন পাত্রের বাবা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
advertisement
advertisement
হঠাৎ এই মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে পরিবার। এই অবস্থায় বিয়ে কিভাবে সম্ভব? সেকথা ভেবেই পাচ্ছিলেন না কেউই। কিন্তু প্রাথমিক শোকের ধাক্কা সামলে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললেন পাত্রের মা অলিরাণি মন্ডল। হবু পুত্রবধূ যে তাঁরও মেয়েই। তাই তাঁকে বিপদে ফেলতে নারাজ তিনি। শাস্ত্রমতে শেষকৃত্য হলে শুরু হয় অশৌচ পালন। তাই স্বামীর শেষকৃত্য আটকে দিলেন অসিতবরণ মন্ডলের স্ত্রী। বাড়ির পাশের মন্দিরে বুধবারেই বিয়ে হল কৃষ্ণেন্দু-মণিকার। আর তখন বাড়ির মধ্যে এসি শববাহী গাড়িতে শুয়ে রইলেন অসিতবরণ ।
advertisement
এরকম একটা সময়েও ভেঙে না পড়ে পাত্রের মায়ের সিদ্ধান্তকে কুর্ণিশ করছেন পাড়া-প্রতিবেশীরা। মায়ের সিদ্ধান্তে খুশি কৃষ্ণেন্দু-মণিকা । বিয়ে শেষে নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় অসিতবরণ মন্ডলের। অলিরানির দৃঢ়তা দেখে বাদুড়িয়া বলছে এমন মা যেন ঘরে ঘরে এভাবেই শক্ত হাতে রাশ ধরেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়ের আগের রাতে বাবার মৃত্যু, শেষকৃত্য আটকে ছেলের শুভ পরিণয়ের সিদ্ধান্ত মায়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement