Latest Bangla News: খনিতে খুন? রাণীগঞ্জের কয়লাখনিতে শ্বশুর আর জামাইয়ের মৃতদেহ! কী ঘটেছে আসলে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Latest Bangla News: খুনের আশঙ্কা এই কারণে, কারণ শ্বশুর ও জামাইয়ের কাছে ছিল মোবাইল ফোন, যা মাঝে মাঝে ফোন করলে রিং হত, বাকি সময় মোবাইল বন্ধ থাকত।
#রাণীগঞ্জ: শ্বশুর ও জামাইয়ের অস্বাভাবিক মৃত্যু। রানীগঞ্জের ECL-এর পরিত্যক্ত কয়লা খনি থেকে জামাই ও শ্বশুরের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতের পরিবারের দাবি, খুন করে পরিত্যক্ত খনিতে ফেলে দেওয়া হয়েছে দেহগুলি। খুনের আশঙ্কা এই কারণে, কারণ শ্বশুর ও জামাইয়ের কাছে ছিল মোবাইল ফোন, যা মাঝে মাঝে ফোন করলে রিং হত, বাকি সময় মোবাইল বন্ধ থাকত।
বৃহস্পতিবার সকালেও মোবাইলে ফোন করা হলে অন্যদিকে বাজে মোবাইলের রিং। তার কিছুক্ষণ পরেই পরিবারের কাছে এই দুঃসংবাদ আসে। তাই মৃতের পরিবারের আশঙ্কা খুন করা হয়েছে শ্বশুর ও জামাইকে। ঘটনার তদন্তে নেমেছে রানীগঞ্জ থানার পুলিশ। এটি দুর্ঘটনা কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত দুদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন কাকা শ্বশুর ও জামাই। কিন্তু আর বাড়ি ফিরে আসেনি তাঁরা। বিষয়টি রানীগঞ্জ থানার পুলিশকেও জানানো হয়। খোঁজ শুরু করে পুলিশ। এরপরই মেলে দুজনের মৃতদেহ। দেহগুলি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
advertisement
এদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার দুই নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায়। বুধবার রাতে বাড়িতে পরীক্ষার্থী কাজল ভৌমিক একাই ছিলেন, বাবা পেশাগত কারণে বাইরে ছিলেন এবং মেয়েকে বাড়িতে একা রেখে মা বাড়ির কাজে হাবড়া গিয়েছিলেন। মেয়ে কাজল ভৌমিকের সঙ্গে প্রতিবেশী আকাশ দাস নামে এক যুবকের ভালোবাসার সম্পর্ক ছিল, এমনটাই জানিয়েছেন ছাত্রীর মা। বুধবার সন্ধ্যায় সেই যুবক তাদের বাড়িতে এসেছিলেন এবং তার সঙ্গে অশান্তি হয়েছিল মেয়ের। পরবর্তীতে আকাশ দাস কাজলের মাকে ফোন করে জানায় তার সঙ্গে কাজলের অশান্তি হয়েছে। এরপরই তিনি বাড়িতে এসে দেখেন, সিলিংয়ের সঙ্গে ওড়না দিয়ে গলায় প্যাঁচ লাগিয়ে আত্মহত্যা করেছে কাজল। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর হাসপাতলে। আকাশ দাসের সঙ্গে অশান্তির জন্যই মেয়ে এমন ঘটনা ঘটিয়েছে, অভিযোগ মৃত ছাত্রীর মায়ের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2022 1:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bangla News: খনিতে খুন? রাণীগঞ্জের কয়লাখনিতে শ্বশুর আর জামাইয়ের মৃতদেহ! কী ঘটেছে আসলে?