বাবার মৃত্যুশোক কাটিয়ে অষ্টম কোন্নগরের অস্মিত! হতে চায় সমাজ গড়ার কারিগর

Last Updated:

H.S Candidate Asmit Mukherjee from Konnagar: উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগেই মারা গিয়েছিলেন বাবা। বাবা মারা যাওয়ার শোক কাটিয়ে উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে অষ্টম স্থান অর্জন করেছে হুগলির কোন্নগরের অস্মিত কুমার মুখোপাধ্যায়।

+
মা

মা ও ঠাকুমার সঙ্গে অস্মিত

হুগলি: উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগেই মারা গিয়েছিলেন বাবা। বাবা মারা যাওয়ার শোক কাটিয়ে উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে অষ্টম স্থান অর্জন করেছে হুগলির কোন্নগরের অস্মিত কুমার মুখোপাধ্যায়।
অস্মিতের মোট প্রাপ্ত নম্বর ৪৮৯। মাহেশ রামকৃষ্ণ আশ্রমের ছাত্র অস্মিত। ছেলের সাফল্যের দিনেও বাবার জন্য চোখের জল ছেলে ও তার পরিবারের।কোন্নগর ৭ নম্বর ওয়ার্ডের বারোয়ারিতলা এলাকার বাড়ি অস্মিতের।
পড়াশোনার পাশাপাশি গান শোনা ও কবিতা-আবৃতি করা তার অন্যতম পছন্দের একটি শখ। সারাদিনের পড়ার ফাঁকে কখনো রবীন্দ্রনাথের কবিতা কখনওবা অনুপম রায়ের গান শুনে অবসর সময় কাটাত অস্মিত।
advertisement
advertisement
আরও পড়ুন- এত দিনের অভিনেত্রী, সম্পত্তির পরিমাণ এই! ‘নেত্রী’ জুনের টাকা-সোনার অঙ্ক চমকাবে
আজ যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে মেধাতালিকায় অষ্টম স্থানে অস্মিত, তখন তার এবং পরিবারের সবার চোখে জল। এই বিষয়ে বলতে গিয়ে অস্মিতার মা রমা মুখোপাধ্যায় চোখের জল ফেলতে ফেলতে বলেন, ছেলে কীভাবে পড়াশোনা করবে, কোন কোন সাবজেক্ট নেবে, সবটাই ঠিক করে দিয়েছিল ওর বাবা। আজ ওর বাবা বেঁচে থাকলে হয়তো সবথেকে বেশি খুশি হতেন।
advertisement
আরও পড়ুন- ভোরবেলা পড়তে বসতেই ভাল লাগত বেশি, মাধ্যমিকে ষষ্ঠ আফরিন চান চিকিৎসক হতে
এই বিষয়ে অস্মিত জানায়, ভবিষ্যতে তার শিক্ষক হওয়ার ইচ্ছে। বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের যা অবস্থা সেই প্রসঙ্গে অস্মিত বলে, অন্ধকারের পরেই আলো থাকে। সঠিক সময় আলোর দিশা দেখা যাবে। ঘরের মধ্যে নিজের লক্ষ্য স্থির করে কাগজে লিখে রেখেছিল অস্মিত। “আমার লক্ষ্য ৪৯০”। লক্ষ্যের থেকে মাত্র এক নম্বর কম পেয়েছে সে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবার মৃত্যুশোক কাটিয়ে অষ্টম কোন্নগরের অস্মিত! হতে চায় সমাজ গড়ার কারিগর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement