নামমাত্র পরিশ্রমে ব্যাপক লাভ...! সামান্য জমিতেই মাত! করতে হবে এই চাষ, প্রশিক্ষণ দিচ্ছে খোদ সরকার

Last Updated:

একজন বিজ্ঞানী একটি জেলায় গিয়ে প্রায় ১০ থেকে ১২ টি গ্রাম ঘুরে দেখছেন এবং সেখানকার চাষিদের সঙ্গে কথাবার্তা বলছেন, বোঝাচ্ছেন কোন পদ্ধতিতে চাষ করলে বেশি মুনাফা মিলবে।

+
রেশম

রেশম চাষ 

বীরভূম: দিন দিন বৃদ্ধি পাচ্ছে রেশম চাষ। অনেকেই এই রেশম চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের দেশে বহু ধরনের কৃষিপণ্য উৎপাদন হয়ে থাকে। এসব কৃষিপণ্যের মধ্যে এক সময় তুঁত চাষ ছিল অন্যতম। তুঁত চাষে অল্প পরিশ্রমে বেশি লাভবান হওয়া যায়। বাড়িতে বসে থাকা মহিলাদের নিয়েও তুঁত গাছের চাষ করা যায় বলে এতে খরচ কম হয়। একই জমিতে বছরে তিন বারের বেশি ফসল চাষ করা হলেও তেমন ভাবে লাভ আসে না। কিন্তু তুঁত চাষ দুই থেকে চার বার করা যায়। এতে যেমন অধিক ফসল পাওয়া যায়, তেমনি লাভও হয় বেশি। আর কোনও পদ্ধতিতে এবং কী সার ব্যবহার করলে এই চাষের মুনাফা হবে আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে এই বিষয়ে বীরভূম জেলা জুড়ে চলছে প্রশিক্ষণ।
সেন্ট্রাল সিল্ক বোর্ডের তরফ থেকে ভারতবর্ষের উত্তর থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম যে সমস্ত জায়গায় মূলত রেশন চাষ বেশ ভাল পরিমাণে হয় সেই সমস্ত জায়গায় চলছে প্রশিক্ষণ। মূলত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে এই ক্যাম্পেনের আয়োজন করেছেন। একজন বিজ্ঞানী একটি জেলায় গিয়ে প্রায় ১০ থেকে ১২ টি গ্রাম ঘুরে দেখছেন এবং সেখানকার চাষিদের সঙ্গে কথাবার্তা বলছেন, বোঝাচ্ছেন কোন পদ্ধতিতে চাষ করলে বেশি মুনাফা মিলবে।
advertisement
advertisement
বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর, ময়ূরেশ্বর দুই নম্বর এবং মহম্মদ বাজার ব্লকের প্রায় ৮০ থেকে ১০০ জন কৃষক যারা সরকারি জমিতে অথবা নিজের বাড়িতে রেশন চাষ করেন তাদের ডেকে প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত কাপড় বুননের জন্য সুতোর বিকল্প নেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মোটা সুতোর যথেষ্ট চাহিদা রয়েছে। আর মোটা সুতা দিয়ে খুবই সুন্দর ও আকর্ষণীয় কাপড় তৈরি করা যায়। যদি অধিক হারে রেশম চাষের মাধ্যমে উৎপাদিত মোটা সুতো দিয়ে কাপড় তৈরির ব্যবস্থা নেওয়া হয়, তাহলে স্থানীয় দক্ষ কারিগর দিয়ে রেশম সুতো ব্যবহারের ফলে সামান্য পরিশ্রমে বেশি কাপড় বুনে অধিক লাভ করা সম্ভব হবে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নামমাত্র পরিশ্রমে ব্যাপক লাভ...! সামান্য জমিতেই মাত! করতে হবে এই চাষ, প্রশিক্ষণ দিচ্ছে খোদ সরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement