বিধ্বংসী অমফানে মাঠেই ঝরে পড়েছে ফসল, জলের দরে বিক্রি করছেন কৃষকরা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#বাগদা: জলে যাচ্ছিল মাথার ঘাম। যাবতীয় পরিশ্রম। অতএব, জলের দরে সবজি বেচছেন কৃষক। উত্তর চব্বিশ পরগনার বাগদা হাটে।
রক্ত জল করা পরিশ্রম। ধার দেনা করে চাষাবাদ। সব কেড়ে, পথে বসিয়েছে আমফান। প্রবল ঝড়ে, মাচা ভেঙেছে পটল, উচ্ছের। পরে পরে নষ্ট হচ্ছে, ফসল। এত ফলন যাবে কথায়? একা লক ডাউন এ রক্ষা ছিল না। দোসর হয়েছে ঝড়। কলকাতার বাজারে পৌঁছতে না পেরে তাই, বাগদা হাটে সবজি বিক্রি হচ্ছে জলের দরে।
advertisement
লাভ লোকসানের হিসেব কষলে হয়েতো লাভের ঘরে শুধুই শূন্য। তবুও, ফেলে নষ্ট করার থেকে বিক্রি ভাল। তাই বাগদা হাটে জলের দরে সবজি বেচেছেন কৃষক। সৌজন্যে বিধ্বংসী আমফান।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2020 10:00 PM IST