Farmer's Death: আলুর আকার ছোট! ফলন কম... আলুচাষির অস্বাভাবিক মৃত্যু ঘিরে তুমুল চাঞ্চল্য কালনায়

Last Updated:

Farmer's Death: আলু চাষে বিপুল লোকসানের আশঙ্কায় মানসিক অবসাদে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে দাবি তাঁর আত্মীয় পরিজনদের। ওই কৃষকের মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আলুচাষির অস্বাভাবিক মৃত্যু
আলুচাষির অস্বাভাবিক মৃত্যু
কলকাতা: আলুর ভাল ফলন না হওয়ায়ও তার দাম না থাকায় হতাশায় এক কৃষকের আত্মহত্যার অভিযোগ উঠল। পূর্ব বর্ধমানের কালনায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলু চাষে বিপুল লোকসানের আশঙ্কায় মানসিক অবসাদে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে দাবি তাঁর আত্মীয় পরিজনদের। ওই কৃষকের মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
কালনার বেগপুর পঞ্চায়েতের রাজখাঁড়া গ্রামে ইসমাইল শেখ (৫৫) নামে এক আলু চাষির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই কৃষকের আত্মীয়দের অভিযোগ, বছর তিনেক ধরে আলু চাষ করে লাভ মিলছিল না। ফলে ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন ইসমাইল সেখ। এ বারও আলুর দর শুনে ওই চাষি হতাশাগ্রস্থ হয়ে পড়েন। এরপর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আলু চাষে লোকসানের হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি ওই কৃষকের আত্মীয় পরিজনদের।
advertisement
advertisement
পূর্ব বর্ধমানের আলু চাষিরা বলছেন, এবার ভাল ফলন মিলবে বলে আশা করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ জমিতেই ফলন নেহাতই কম। তার ওপর  আলুর তেমন দাম নেই। তাই তাঁদের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে। গত বছর হিম ঘরে আলু রেখে চরম লোকসানের মধ্যে পড়তে হয়েছে কৃষকদের। প্রথম দিকে দাম থাকলেও পরবর্তী সময়ে ধাপে ধাপে আলুর দাম তলানিতে নেমে এসেছিল। ফলে হিমঘরের আলু রেখে চরম লোকসানের মধ্যে পড়তে হয়েছিল কৃষকদের।
advertisement
এবার ভাল ফলনের আশায় বুক বেঁধেছিলেন কৃষকরা। আলু বিক্রি করে গতবারের লোকসান অনেকটাই পোষানো যাবে বলে আশা করেছিলেন অনেকেই। কিন্তু দেখা যাচ্ছে এবার অনেক জমিতেই ফলন একেবারেই কম। যে জমিতে বিঘা প্রতি ৮০-৯০ বস্তা আলু হয় সেখানে এবার ৪০ থেকে ৫০ বস্তা আলু পাওয়া যাচ্ছে। আলুর আকারও ছোট। এক একটি গাছে আলুর সংখ্যাও কম হয়েছে। তার ওপর আলুর তেমন দাম মিলছে না। সব মিলিয়ে হতাশ কৃষকরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farmer's Death: আলুর আকার ছোট! ফলন কম... আলুচাষির অস্বাভাবিক মৃত্যু ঘিরে তুমুল চাঞ্চল্য কালনায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement