Farmer Injured: ছাগল চড়াতে গিয়ে বন্যপ্রাণীর হামলায় রক্তাক্ত কৃষক, তারপর যা হল...
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Farmer Injured: ঝালদার খামার জঙ্গলের বুরু ডুংরিতে গিয়েছিল বেশ কয়েকটি ছাগল নিয়ে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি ফিরে আসেননি। পরে বাড়ির অদূরে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে পাওয়া যায়
পুরুলিয়া: ছাগল চড়াতে গিয়ে বন্য প্রাণীর হামলায় রক্তাক্ত হল চাষি। ঝালদার ঘটনা। রবিবার ঘটনাটি ঘটে ঝালদার খামার জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত রবিবারও ঝালদার জঙ্গলে ছাগল চড়াতে গিয়েছিলেন স্থানীয় চাষি অনন্ত মাহাত। তিনিই বন্যপ্রাণী প্রাণীর হামলায় রক্তাক্ত হন।
পুরুলিয়ার ঝালদা থানার অন্তর্গত জজহাতু গ্রামের চাষি অনন্ত মাহাত (৫৫)। ঝালদার খামার জঙ্গলের বুরু ডুংরিতে গিয়েছিল বেশ কয়েকটি ছাগল নিয়ে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি ফিরে আসেননি। পরে তাঁর ছেলে দেখতে পায়, বাড়ির অদূরে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছেন ওই ব্যক্তি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর তাঁকে ঝালদা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন পুরুলিয়া বনবিভাগের ঝালদা রেঞ্জের আধিকারিক অপূর্ব মাহাত সহ অন্যান্য বন কর্মীরা।
advertisement
advertisement
আক্রান্তের স্ত্রী জয়ন্তী মাহাত জানান, বনে ছাগল চড়ানোর সময় ওনার স্বামীকে কোনও এক বন্যপ্রাণী আচমকাই আক্রমণ করে। কোনও কিছু বুঝে ওঠার আগেই সেই বন্যপ্রাণ তাঁর স্বামীকে কামড়ায়। আত্মরক্ষার জন্য তিনি ওই বন্যপ্রাণীর উপর দাউলি চালিয়ে আঘাত করেন। এরপর ওই বন্যপ্রাণীটি তাঁর স্বামীকে ছেড়ে দিয়ে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁর স্বামী কিছুদূর গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তবে বন্যপ্রাণীটি ঠিক কী ছিল তা অনন্ত মাহাত দেখতে পাননি বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।
advertisement
ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষ। কারণ তারা প্রায়ই ওই জঙ্গলে ছাগল চরাতে যান। তাই ভয় তৈরি হয়েছে তাঁদের মনে। স্থানীয়রা অনুমান করছেন, ওই প্রাণীটি কুয়া বাঘ হতে পারে। যদিও এই বিষয়ে কোনও কিছু জানানো হয়নি বন দফতরের পক্ষ থেকে। আহত ব্যক্তির সমস্ত চিকিৎসার ভার নিয়েছে বন দফতর।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2024 1:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farmer Injured: ছাগল চড়াতে গিয়ে বন্যপ্রাণীর হামলায় রক্তাক্ত কৃষক, তারপর যা হল...