Famous Street Food: ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মিক্সচার আঙ্কেল! দুর্গাপুর ৪০ বছর ধরে এনার হাতের জাদুতে বুঁদ
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
মিক্সচার আঙ্কেলের হাতের জাদুতে আজও বুঁদ হয়ে আছে দুর্গাপুরের বহু মানুষ। এই ৬০ বছর বয়সে এসেও তাঁর তৈরি মিক্সচারের স্বাদে মোহিত সকলে
পশ্চিম বর্ধমান: সকাল থেকে শুরু হয়ে যায় ব্যবসা। সকাল আট’টা বাজার আগেই নিজের ঠেলা গাড়ি নিয়ে তিনি বসে পড়েন। ব্যবসা চলতে থাকে সেই রাত ন’টা পর্যন্ত। গত ৪০ বছর ধরে এটাই মঙ্গল কেশরি’র রোজনামচা। অবশ্য এই নাম বললে অনেকেই তাকে চিনবেন না দুর্গাপুর শহরে তিনি মিক্সচার আঙ্কেল নামেই অধিক বিখ্যাত।
মিক্সচার আঙ্কেলের হাতের জাদুতে আজও বুঁদ হয়ে আছে দুর্গাপুরের বহু মানুষ। এই ৬০ বছর বয়সে এসেও তাঁর তৈরি মিক্সচারের স্বাদে মোহিত সকলে। দুর্গাপুর স্টেশন, বাসস্ট্যান্ডেই দেখা পাওয়া যায় এই মিক্সচার বিক্রেতার। স্থানীয়রা অনেকেই তাঁকে ভালবেসে মিক্সচার আঙ্কেল বলে ডাকেন। তাঁর তৈরি মিক্সচারের স্বাদ অনন্য। একবার খেলে এখানে বারবার ছুটে আসতে হয়। সকাল, দুপুর, বিকেল, সন্ধে – যেকোনও সময় এই মিক্সচার খাওয়া যেতে পারে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সকাল থেকেই মিক্সচার তৈরির কাজ শুরু করে দেন মঙ্গল’বাবু। বিকেল থেকে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে যা সন্ধেতে ব্যাপক আকার ধারণ করে। যখন শুরু করেছিলেন তখন মিক্সচারের দাম ছিল ১ টাকা। এখন সেই দাম বাড়তে বাড়তে ১০ টাকায় গিয়ে ঠেকেছে। মিক্সচারের পরিমাণ কিছুটা হলেও কমেছে। তবে স্বাদ আছে সেই আগের মত। যে কারণে ক্রেতারা বারবার এখানে ছুটে আসেন। ক্রেতাদের চাহিদা মেটাতে গিয়ে এখন বাবার সঙ্গে হাত মিলিয়েছেন তাঁর ছেলেও।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2024 1:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Famous Street Food: ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মিক্সচার আঙ্কেল! দুর্গাপুর ৪০ বছর ধরে এনার হাতের জাদুতে বুঁদ








