Street food: জলের দরে সস্তা! সিকিমের বিখ্যাত খাবার শাফালে মিলছে এখন নবাবের জেলাতেই

Last Updated:

Street Food: একদা পাহাড়ি স্ট্রিট ফুডের মধ্যে একটি জনপ্রিয় হল শাফালে বা শাবালে বলেও জানা হয় এটিকে। এটি মূলত সিকিমের একটি জনপ্রিয় খাবার।

+
বহরমপুরে

বহরমপুরে মিলছে শাফালে 

মুর্শিদাবাদ: যারা ভোজন রসিক বাঙালি তাদের এখন মোমো পছন্দের খাদ্য। আর বড় থালার সাইজের শাফালে মোমো মিলছে বহরমপুরে। ৯০ টাকাতে বড় সাইজের মোমো খেতে ভিড় করছেন ক্রেতারা। আর এই বড় সাইজের শাফালে খেলেই পেট ভরে যাচ্ছে খাদ্য রসিকদের।
একদা পাহাড়ি স্ট্রিট ফুডের মধ্যে একটি জনপ্রিয় হল শাফালে বা শাবালে বলেও জানা হয় এটিকে। এটি মূলত সিকিমের একটি জনপ্রিয় খাবার। মাঝের অংশে মাংস বা বাঁধাকপির পুর ভরা থাকে। তারপর সেই পুর ভরা গোল ও অর্ধচন্দ্রাকার আকারে কেটে প্যানে ভাজা হয়। কখনও কড়াইয়ে ডুবো তেলেও ভেজে রান্না করা হয়।
advertisement
advertisement
সাধারণত চাটনি বা চিজের সঙ্গে খেতে দেওয়া হয়। এটি সিকিমের খাবার হলেও নবাবের জেলা বহরমপুর শহরে দেদার বিক্রি হচ্ছে এই শাফালে। বহরমপুরের বাসিন্দা সন্দিপ রায় নেপাল থেকে এই শাফালে তৈরি করা শিখে এসে নিজেই স্বনির্ভরতা পথ বেছে নিয়ে খুলেছেন তেলে ভাজার দোকান। সেখানেই বিক্রি হচ্ছে শাফালে। যার দাম ৯০ টাকা। দৈনন্দিন গড়ে ক্রেতাদের জন্য তৈরি করে থাকেন এই শাফালে।
advertisement
মূলত, চিনি, লবণ, বেকিং পাউডার, সাদা তেল দিয়ে ময়দা ভাল করে ময়ান দিয়ে তারপর জল দিয়ে মেখে নিতে হবে এবং এরপর ময়দার তালটিকে একটি ভিজে কাপড় দিয়ে ১৫ মিনিটের জন্যে ঢেকে রাখতে হবে। চিকেনটিকে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে। এরপর কাটা চামচ দিয়ে সেদ্ধ করা চিকেনের টুকরোগুলোকে আলগা করে ছাড়িয়ে নিতে হবে। পরে শাফালেকে তেলে ভাজলেই গরম গরম থালার ওপর সাজিয়ে দেওয়া হয় । এবং যা খাওয়া যাবে অতি সহজেই। আর বড় থালার সাইজের শাফালে খেতে ভিড় করছেন ক্রেতারাও।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Street food: জলের দরে সস্তা! সিকিমের বিখ্যাত খাবার শাফালে মিলছে এখন নবাবের জেলাতেই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement