North 24 Parganas News: জেল থেকে উদ্ধার বন্দির ঝুলন্ত দেহ! সিবিআই তদন্তের দাবি পরিবারের

Last Updated:

North 24 Parganas News: জেলের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার বন্দির দেহ। সিবিআই তদন্তের দাবি পরিবারের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

ব্যারাকপুর
ব্যারাকপুর
উওর ২৪ পরগনা: জেলের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার বন্দির দেহ। সিবিআই তদন্তের দাবি পরিবারের। জানা গিয়েছে, ১৫ আগস্ট কামারহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেদারনাথ সিং রোডের বাসিন্দা বৈদ্যনাথ সাউয়ের ছেলে নীতিশকুমার সাউকে স্ত্রীকে ফাঁস লাগিয়ে খুনের অভিযোগে বেলঘড়িয়া থানা গ্রেফতার করে। পরবর্তীতে তাকে জেল হেফাজতে ব্যারাকপুর সাব জেলে রাখা হয়েছিল।
তারপরই সোমবার ব্যারাকপুর থানার তরফে নীতিশকুমার সাউ এর পরিবারকে ফোন করে জানান হয়, জেলে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ঘটনার খবর পেয়ে নীতিশের পরিবার ব্যারাকপুর সাব জেলে গিয়ে দেখতে পায় গেটের সামনেই তাদের ছেলের মৃতদেহ রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বারংবার জেলের অধিকর্তাদের প্রশ্ন করা হয়, কি করে জেলের মধ্যে হঠাৎ এভাবে সুইসাইড করতে পারে সে! পরিবারের তরফ থেকে সপ্তাহে দুদিন করে তার সঙ্গে জেলে গিয়ে দেখা করতেন। ছেলে এমন কাণ্ড ঘটাতে পারে না বলেই দাবি পরিবারের।
advertisement
যদিও, এই ঘটনার সঠিক কোন উত্তর দিতে পারেনি জেল প্রশাসন। মৃত নীতিশ কুমার সাউ-এর বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ, নীতিশ কুমারকে জেলের মধ্যেই খুন করে, আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে পুলিশ। তাই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয় পরিবারের তরফে। মৃতের পরিবারের পক্ষ থেকে ব্যারাকপুর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গেলে, অভিযোগ নিতে অস্বীকার করা হয় বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি পুলিশ পরিবারের হাতে দেহ দেবে না বলেও জানিয়েছে পরিবার। সে ক্ষেত্রে নথিগত কিছু আইনি জটিলতার কারণ উঠে আসছে বল জানা গিয়েছে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মৃতের পরিবার।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: জেল থেকে উদ্ধার বন্দির ঝুলন্ত দেহ! সিবিআই তদন্তের দাবি পরিবারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement