কাস্টমসের কর্তা পরিচয় দিয়ে প্রতারণা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার
Last Updated:
ফিল্মি কায়দায় প্রতারণা।
#হাওড়া: একেবারে ছকে বাঁধা চিত্রনাট্য। ভুলচুকের কোনও জায়গাই নেই। ব্যবসায়ীদের চোখে ধুলো দিতে টাকা ভর্তি ব্যাগ বদলে নিয়ে চম্পট। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু, প্রতারকদের ধরিয়ে দিল সিসিটিভির ফুটেজে গাড়ির নম্বর প্লেট।
ফিল্মি কায়দায় প্রতারণা চলছিল। কম দামে বিক্রি করা হবে কাস্টমসে আটকে থাকা তামার তার। গুজরাতের দুই ব্যবসায়ীর জন্য এমনই টোপ দিয়েছিল চন্দননগরের বাসিন্দা অহীন্দ্র রায়। ব্যবসায়ী টোপ গিলতেই নাটক শুরু।
ব্যবসায়ীদের প্রতারণা
advertisement
- উত্তরপ্রদেশের সালাম নামে এক যুবক ফোনে কাস্টমস কর্তা হিসেবে ২ জনের সঙ্গে ব্যবসায়ীদের পরিচয় করায়
advertisement
- ওই ২ প্রতারক নিজেদের এম কে মিশ্র ও সিং নামে ব্যবসায়ীদের কাছে পরিচয় দেন
- ফোনে পরিচয় হওয়া এম কে মিশ্র নিজেকে কাস্টমস কমিশনার বলে পরিচয় দেন
- তামার তার ‘বুক’ করার জন্য ব্যবসায়ীদের থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা চেক নেওয়া হয়
advertisement
নির্দিষ্ট দিনে, হাওড়ার হোটেলে ব্যবসায়ীদের কাছে যায় চার প্রতারক। ২২ লক্ষ টাকা ঘুষ হিসেবে চায় তারা। বিশ্বাস তৈরি করতে বলা হয়, তামার তার ট্রাকে না ওঠা পর্যন্ত টাকা নেওয়া হবে না। এরপর, একটি ব্যাগে ওই ২২ লক্ষ টাকা রাখতে বলা হয়। কিন্তু, ব্যবসায়ীদের নজর এড়িয়ে টাকার ব্যাগ সরিয়ে ফেলে প্রতারকরা। বদলে রাখা হয় একরকমের একটি ব্যাগ।
advertisement
অভিযোগ পেয়ে প্রথমেই সিসিটিভির ফুটেজের সূত্র ধরে তদন্তে নামে হাওড়ার গোলাবাড়ি থানা।
প্রতারণার তদন্ত
- ডবসন রোডের সিসিটিভির ফুটেজে ৪ প্রতারককে গাড়ি থেকে নামতে দেখা যায়
- সেই ছবি থেকেই মেলে গাড়ির নম্বর
- গাড়ির নম্বরের সূত্র ধরেই চন্দননগর থেকে গ্রেফতার করা হয় অহীন্দ্র রায় নামে এক ব্যক্তিকে
advertisement
উত্তরপ্রদেশের একটি চক্র এমন নানা কায়দায় ব্যবসায়ীদের প্রতারণা চালায় বলে জানতে পেরেছে পুলিশ। সেই চক্রেরই অন্যতম পাণ্ডা অহীন্দ্র। তার বাকি সঙ্গীদের খোঁজ চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2017 6:49 PM IST