১০০ টাকার জাল নোট ভাঙানো ঘিরে তুলকালাম, প্রবল অশান্তি! ছুরিকাঘাতে আহত যুবক
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
সূত্রের খবর, গতকাল রাতে পাড়ারই এক দোকানে জাল নোট ভাঙাতে যায় অভিযুক্ত। এ নিয়েই শুরু অশান্তি। আজ সকালে ওই ব্যবসায়ীর ছেলের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
শিলিগুড়ি: ১০০ টাকার জাল নোট ভাঙানো ঘিরে প্রবল অশান্তি। ঘটনায় ছুরিকাহত এক যুবক। আহতের নাম প্রিয়াংশু পাল। জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্ত নীরজ ঠাকুরিকে আটক করেছে ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হায়দরপাড়ার ঘুগনি মোড়ে।
সূত্রের খবর, গতকাল রাতে পাড়ারই এক দোকানে জাল নোট ভাঙাতে যায় অভিযুক্ত। এ নিয়েই শুরু অশান্তি। আজ সকালে ওই ব্যবসায়ীর ছেলের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানানো হয়। অভিযুক্তের আবাসন ঘিরে ফেলে। ভক্তিনগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও অভিযুক্ত অন্য মামলায় গ্রেফতার হয়েছিল বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
এর আগেও এমন ঘটনা একাধিক বার ঘটেছে। সে সময়ে তদন্তের স্বার্থে ধৃতদের নাম ও ঠিকানা পুলিশ গোপন রেখেছে পুলিশ। এই কর্মকান্ডের সঙ্গে আরও কারা জড়িত এবং এই বিপুল টাকা কোথা থেকে নিয়ে আসা হল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার পূর্ণাঙ্গ তদন্ত করছে সন্দেশখালি থানার পুলিশ।এর আগেও গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালির একটি গোপন ডেরায় হানা দেয় সন্দেশখালি থানার পুলিশ। সেখান থেকে কোটি টাকার অধিক জাল নোট-সহ এই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 12:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০০ টাকার জাল নোট ভাঙানো ঘিরে তুলকালাম, প্রবল অশান্তি! ছুরিকাঘাতে আহত যুবক