মোটরবাইক কেনার টাকা না দিতে পারায় মায়ের সামনেই গৃহবধূকে পুড়িয়ে খুন

Last Updated:

বিয়ের পর বেশ কয়েকটা মাস সুখেই কাটছিল ৷ কিন্তু বছর গড়াতেই চুমকির সঙ্গে সম্পর্ক জটিল হতে শুরু করে শামিমের ৷ কাজ সেরে নেশা করে ফিরত শামিম ৷

#মুর্শিদাবাদ: বিয়ের পর বেশ কয়েকটা মাস সুখেই কাটছিল ৷ কিন্তু বছর গড়াতেই চুমকির সঙ্গে সম্পর্ক জটিল হতে শুরু করে শামিমের ৷ কাজ সেরে নেশা করে ফিরত শামিম ৷ সেই নিয়েই চুমকির সঙ্গে মাঝে মধ্যেই বিবাদ চরমে ওঠে শামিমের ৷ স্বামীর স্বভাব নিয়ে একের পর এক অভিযোগের জন্য শ্বশুরবাড়িতেও ক্রমশ একঘরে হয়ে যাচ্ছিলেন শামিম ৷ অবশেষে, নির্মম পরিণতি ৷ মায়ের সামনেই বিবাদের জেরে চুমকিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শামিমের পরিবারের বিরুদ্ধে ৷
ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী থানার খড়দত্তপাড়ার গ্রামে। তিন বছর আগে মুর্শিদাবাদের তালিবপুরের গোলাম সেখের মেয়ের সঙ্গে চুমকি বিবির পূর্বস্থলীর খড়দত্তপাড়ার শামিম আখতাররের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা অছিলায় বাপের বাড়ি থেকে টানা আনার জন্য চাপ দিন শামিম আখতার ৷ কখনও কখনও সেই অত্যাচারের মাত্রা সীমা ছাড়াত ৷ কিন্তু আর্থিক দিক থেকে দুর্বল ছিল চুমকির পরিবার ৷ তাই চুমকির মা বাবা তাকে সবসময় মানিয়ে চলার পরামর্শ দিত ৷ কিন্তু সেই পরামর্শ যে এত ভয়ানক হতে পারে ৷ তা বুঝে উঠতে পারেননি চুমকির পরিবার ৷
advertisement
advertisement
মোটরবাইকের টাকা না দিতে পারায় কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় চুমকির মায়ের সামনেই ঝগড়ার সময় শামিম আখতার সহ বাড়ির লোকজন চুমকির গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ৷ আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে চুমকি বিবিকে ভর্তি করা হয় । শুক্রবার সকালে চুমকির মৃত্যু হয় । স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে পূর্বস্থলী থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোটরবাইক কেনার টাকা না দিতে পারায় মায়ের সামনেই গৃহবধূকে পুড়িয়ে খুন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement