ওয়েট লিফটিংয়ে নতুন উদ্দীপনা! 'বাংলার সুলতান' চ্যাম্পিয়ন বালুরঘাটের সম্রাট

Last Updated:

ভারোত্তোলন প্রতিযোগিতায় সাফল্য বালুরঘাটের। বাংলার সুলতান প্রতিযোগিতায় বালুরঘাটের সম্রাট জিতলেন বেস্ট লিফটার শিরোপা।

+
বাংলার

বাংলার সুলতান প্রতিযোগিতায় সম্রাট অধিকারী জিতলেন বেস্ট লিফটার শিরোপা

দক্ষিণ দিনাজপুর : ভারোত্তোলন প্রতিযোগিতায় বড় সাফল্য পেল বালুরঘাট। বাংলার সুলতান প্রতিযোগিতায় বালুরঘাটের সম্রাট জিতলেন বেস্ট লিফটার শিরোপা। ৬টি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বেস্ট লিফটার এর শিরোপা ছিনিয়ে নেয় বালুরঘাটের সম্রাট অধিকারী।
পাশাপাশি আরও তিনজন প্রতিযোগীও নজরকাড়া সাফল্য পেয়েছে। প্রতিযোগীতায় অংশ নেওয়া ১০০ জন প্রতিযোগীর মধ্যে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের চারজন প্রতিযোগীর হাতে ধরেই এল ৮টি সোনা, ১ রূপো পদক। কলকাতা থেকে জেলায় ফিরতেই ওই প্রতিযোগীদের সংবর্ধিত করা হয় বালুরঘাটের বিভিন্ন মহল থেকে।
কৃতি প্রতিযোগীরা জানান, “বাংলার সুলতান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এক দুই জন নয়, বালুরঘাটের ফিটনেস ওয়ারিয়র্স জিম থেকে মোট চারজন প্রতিযোগী অংশগ্রহন করে জয়ী হয়ে ফিরে আসে। তবে এটা কারোর একার প্রচেষ্টায় হয়নি। সকলের প্রচেষ্টায় এমনটা সম্ভব হয়েছে। এমন অনন্য নজির গড়ায় খুশি সকলে। এলাকার প্রতিযোগীদের এই সাফল্যে খুশি বালুরঘাটবাসী।”
advertisement
advertisement
আরও পড়ুন- পহেলগাঁওয়ে হানিমুন,রোম্যান্টিক ছবি তোলেন কিছুক্ষণ আগেই, কীভাবে বাঁচলেন সুদীপ্ত-দেবশ্রুতি?
জানা গিয়েছে, কলকাতার বাঙ্গুরে বাংলার সুলতান নামক একটি ভারোত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে ছয়টি বিভাগ অর্থাৎ ডিপ স্কোয়াট, ডিক্লাইন বেঞ্চ প্রেস, ফ্লাট বেঞ্চ প্রেস, স্ট্রং ম্যান ডেডলিফ্ট, রিভার্স বাইসেপ কার্ল, স্ট্রিক্ট বাইসেপ কার্ল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরার শিরোপা ছিনিয়ে নেয় বালুরঘাট শহরের ফিটনেস ওয়ারিয়র্স জিমের কর্ণধার সম্রাট অধিকারী।
advertisement
পাশাপাশি তাঁরই ছাত্র সিনিয়র ৭৫ কেজি বিভাগে তরণময় দাস, ছাত্রী সিনিয়র ৭০ কেজি বিভাগে শর্মিষ্ঠা চক্রবর্তী এবং ৭০ কেজি মাস্টার বিভাগে মধুমিতা চৌধুরী ওয়েট লিফটিং প্রতিযোগিতায় গোল্ড মেডেল ছিনিয়ে নেয়। এই সাফল্যের পরেই জেলার ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কোচ এবং প্রতিযোগীদের এই অবদান জেলা জুড়ে প্রশংসিত হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলা দেশের মানচিত্রে নতুনভাবে উজ্জ্বল হবে বলে আশাবাদী সকলে। তাদের এই প্রতিভা ও কঠোর পরিশ্রম দেশের অন্যতম ওয়েট লিফটিং প্রতিযোগিতায় প্রতিষ্ঠিত করবে।
advertisement
সুস্মিতা গোস্বামী 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ওয়েট লিফটিংয়ে নতুন উদ্দীপনা! 'বাংলার সুলতান' চ্যাম্পিয়ন বালুরঘাটের সম্রাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement